আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে দুজন নিহত

কমলাপুর রেল পুলিশের এসআই আনোয়ার কামাল জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে গেণ্ডারিয়ার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “কীভাবে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে হয়তো বগির গেইটে ভিড়ের চাপ ছিল। সে সময় ধাক্কাধাক্কিতে তারা পড়ে যেতে পারে।”
ট্রেন যাত্রীদের বরাত দিয়ে এসআই কামাল জানান, চলন্ত ট্রেন থেকে চারজন পড়ে গেলে জাকির হোসেন (৩০) নামে এক মেকানিক ঘটনাস্থলেই মারা যান।   
গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কাঁচামালের ব্যবসায়ী নূরু মিয়াকে (৩৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  
বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি এসআই কামাল।
 
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.