ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও ডেইলি টেলিগ্রাফকে সুয়ারেজ বলেন, লিভারপুল তাকে বলেছিল চ্যাম্পিয়ন্স লিগে দল উঠতে না পারলে তাকে যেতে দেয়া হবে।
"আমি গত মৌসুমে সর্বস্ব দিয়ে খেলেছি। এখন আমি চাই লিভারপুল আমাদের চুক্তিটাকে সম্মান করুক। "
সুয়ারেজ জানান, গত বছর ইউরোপের বড় বড় ক্লাবে যাওয়ার সুযোগ পেয়েও তিনি লিভারপুলে থেকে যান। কারণ, ক্লাব কর্তৃপক্ষ তাকে আশ্বাস দিয়েছিল, চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন না করলে আগামী মৌসুমে তাকে ছেড়ে দেয়া হবে।
"আমার বয়স ২৬, আমার এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে। আমি মনে করি, ক্যারিয়ারের এ পর্যায়ে চ্যম্পিয়ন্স লিগে খেলার মতো যথেষ্ট যোগ্যতা দেখিয়েছি আমি। "
সুয়ারেজকে নেয়ার জন্য আর্সেনাল ইতোমধ্যে দু'বার প্রস্তাব দিয়েছে যার শেষেরটি ৪ কোটি পাউন্ডের। কিন্তু সপ্তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা লিভারপুল প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছে।
গত মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল করেছেন সুয়ারেজ।
পায়ের চোটের কারণে মৌসুম শুরুর আগে নরয়েতে প্রস্তুতি ম্যাচ খেলেননি তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।