আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার বই- মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী নির্মান

আপডেট নাই এবারের বইমেলায় বেংগল ফাউন্ডেশনের স্টলে পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবেরী গায়েনের মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র বিষয়ক 'মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী নির্মান' শীর্ষক এই বই টি। আমি খুব আনন্দিত ও গর্বিত যে এই বিষয়ে যখন গবেষণা কাজটি হয় তখন আমার সৌভাগ্য হয়েছিল খুব কাছ থেকে গবেষনা কাজটি দেখার (গবেষণা সহকারী হিসেবে)! সে জন্য তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটা গনযুদ্ধ, অস্ত্রহাতে নারীরা যুদ্ধ তো করেছেনই, এ ছাড়াও দীর্ঘ নয় মাস আশ্রয় দিয়ে, সবরকম সহায়তা দিয়ে বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ার কাজটি তাঁরা করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে নারীর ভূমিকা ইতিহাসে উপেক্ষিত, উপেক্ষিত চলচ্চিত্রেও। এই বই আমাদের সেই উপেক্ষিত সত্য জানাতে সহায়ক হোক, সেই সাথে নারীর সত্যিকারের মূল্যায়নের একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি হোক- এটাই চাওয়া। প্রাপ্রিস্থান- বেঙ্গল ফাউন্ডেশন স্টল মূল্য ২৮০ টাকা। [সবশেষে দেরিতে হলেও খবরটি জানানোর জন্য আমাকে ধন্যবাদ, আর পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ! ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।