আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মডারেটরদের প্রতি তীব্র ধীক্কার জানাচ্ছি। একজন সাধারন ব্লগার হিসেবে আমি খুবই কষ্ট পেয়েছি মডারেটরদের এই আচরনে।

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

গতকাল নেটের কানেকশনে ঝামেলা ছিল। তাই আর সামুতে লগইন করি নি। বেশ ক'দিন যাবতই নেটে ঝামেলা ছিল বলে সামুতে নিয়মিত হতে পারিনি। কিন্তু সামুতে একাউন্ট খোলার পর ব্লগ যেন নেশার মত চেপে বসেছে তাই বেশি সময় সামুর প্রথম পাতা না দেখলে ভালই লাগে না। সামুতে আসার পরে সামুর মডারেশন প্রকৃয়া বেশ ভাল লাগে, মডুদের প্রতি কেমন যেন শ্রদ্ধা জাগে মনে।

শেষ দুটি অনুষ্ঠানে গিয়ে মডুদের স্বচক্ষে দেখে আরো ভাল লাগে। কিন্তু আজ হঠাত করে সামুতে লগইন করে কেন জানি উলটা পালটা লাগে। হঠাত করে বুঝতে পারি না কি হল, আস্তে আস্তে দেখলাম একজন ছাগু-বিরোধী ব্লগারকে ব্লক করা হয়েছে। ব্লগের নিয়ম ভাংলে ব্লক করা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু একজন স্বনামধন্য ব্লগার যিনি কিনা সবার সামনে ছাগুদের বিরুদ্ধে জোর গলায় কথা বলেন।

একজন খুবই হাসিখুশি মানুষ এবং যেটা না বললেই না তিনি একজন অবশ্যই বিখ্যাত ব্লগার। একটি প্রতিবাদী কন্ঠ। কিন্তু হুট করে তাকে ব্লক করে দেয়া হল ব্লগের নিয়ম ভঙ্গের জন্য। সাধারন ব্লগারদের মনে এ নিয়ে বেশ সংশয় কাজ করছে এখন। মডারেটররা একটি স্টিকি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করতে পারত।

ছাগু বিরোধী লোকজন হয়ত এটাকে একটা থ্রেট হিসেবে ধরে নিচ্ছে। রাতমুজুর কি করেছেন আমি জানি না, ব্লগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে উনার কি হয়েছে আমি জানি না, কিছুই জানি না, শুধু এইটুকু জানি আমি বা আমরা অন্ধকারে আছি। আর এইটুকু জানি মডারেটররা আমাদের প্রতি অন্যায় করছে। ব্লগে কিছু স্বাধীনতা বিরোধী লোক তান্ডব চালাচ্ছে, তারা বিভিন্ন পোস্টে অশ্রাব্য ভাষায় গালা গালি করছে । তাদের বিরুদ্ধে ফিড দিলেও কোন কাজ হয় না বরং তাতে তাদের দ্রুত সেফ করে দেয়া হয়, অথচ অনেক ভাল লেখক দিনের পর দিন অপেক্ষা করেও প্রথম পাতায় এক্সেস দেয়া পায় না।

প্রমানের জন্য নিচের স্ক্রীন শটগুলো লক্ষ্য করুন- ১. 2. ৩. ৪. ৫. ৬. এরই তো প্রথম পাতায় এক্সেস পাওয়ার কথা, তাই না মডু ??? এর আগে মদন না কি যেন নামের এক লোক ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এমন সব পোস্ট দিতে লাগল আর মডুদের চোখের সামনে তা আবার প্রথম পাতায় জ্বল-জ্বলও করল। রিপোর্ট করলাম, কোন লাভ হল না। ৬৫ হাজার ব্লগার দেখল, আমরা কিভাবে শিক্ষকদের অসম্মান করি, ছাত্রদের কিভাবে হেয় করি। বাহ মডু , বাহ !!! তীব্র ধীক্কার জানাচ্ছি তোমাকে। এত দিনের ভাল লাগা আজ কিছুটা মলিন হয়ে গেল।

ভবিষ্যতে হয়ত এর বিবর্ন ছটা নতুন করে ভাবতে শিখাবে। যাই হোক, নিজের কথাটা বলি, আমি খুব আশা করছি আজ রাতেই ব্লগের কিছু কীট দূর করে সম্প্রতিক ঘটনার পূর্ণ বিবরন দিয়ে শ্রদ্ধেয় মডারেটরবৃন্দ এ অস্বস্তিকর পরিবেশের অবসান ঘটাবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.