আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে ভুল প্রমানিত করুক এই ট্রাইব্যুনাল !

আইনের মারপেঁচ কিন্তু মারাত্তক। নিউ এইজ এর সম্পাদক একটি গল্প বললেন একদিন । “ পুলিশের বন্ধু হওয়ার সুবাধে এক লোকের চার্জশীট প্রদান করা হল এমন রুপে যেখানে তাকে বলা হয়েছে সে একটা খুনি এবং কিভাবে সে সেই খুন করল। পুলিশ অফিসারটি সম্পূর্ণ রুপে সব ঘটনাই উল্লেখ করল পরিবর্তন করল না কিছুই শুধু মাত্র খুনের সময়টা উল্লেখ করলো যে সকাল ৯ টার ম্যাটিনি শো দেখার পর খুনটি করা হয়েছে যেখানে আসলে খুনটি হয়েছিল রাতের ৯ টার শো দেখার পর। ” আর ওই একটি ইস্যুতেই আদালত তাকে বেকসুর খালাস করে দেয় কেননা বাংলাদেশের কোথাও সকাল ৯ টার সময় মুভি দেখানো হয় না ।

আগামি কালের মামলার আসামির নামে যেই মামলাগুলি আদালতে উঠানো হয়েছে সেগুলি নিয়ে সংশয় না থাকলেও ওই আগের মতন সংশয় থেকেই যাচ্ছে যে দুর্বল চার্জশীট এবং হাঁটুভাঙ্গা প্রসিকিউসন এই দুইয়ে মিলিয়ে কি আদৌ ফাসি দেয়া যাবে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ ওই পরিবারগুলি হয়ত নিদ্রাহীন সময় কাটাচ্ছে যে আগামিকাল ন্যায় বিচার আসবে তাদের প্রিয়জন হারানোর। আজ হয়ত ওই শহিদদের আত্মা এক প্রকার উৎকণ্ঠায় আছে কেননা তারাও বোধয় আমাদের মতই চিন্তিত এই সরকার পক্ষের দুর্বলতার জন্য। আমি চাই আমি আমার চিন্তাগুলি ভুল প্রমানিত হই এবং আমরা আমাদের কাঙ্খিত বিচার যাতে পাই। তবে একটি বিষয় কিন্তু আমার মাথায় আসে না যে আসলে আমার জামাতি ভাইয়েরা কেন আজকে হরতাল দিলেন ? তাদের উচিৎ ছিল আসলে একটু অপেক্ষা করা যে আসলে কি আসে রায়ে ফাসি নাকি যাবতজিবন।

সে অনুযায়ী উচিৎ ছিল তাদের পরবর্তী পদক্ষ্যাপ গ্রহন করা। তবে তারা নিশ্চিত যে আসলেই ফাঁসিরই ফলাফল আসতে যাচ্ছে? তাহলে তো এটি এক প্রকার আদালত অবমাননাও কেননা তারা আদালতকে মিস ডিরেক্ট করতে চাচ্ছে এসব চাপ প্রদান করার মাধ্যমে। তবে আশা রাখবো একজন নাগরিক হিসেবে এই দেশের যে আমি ফাসি চাই ! ইনশাল্লাহ ! আপ্নারাও ফাঁসির আদেশের জন্যই অপেক্ষা করছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.