দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
বিচার বিভাগসহ বিভিন্ন সেবা খাতের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশের তথ্য প্রকাশকে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার টিআইবি বিভিন্ন সেবা খাতের দুর্নীতির এ তথ্য প্রকাশ করে। তিনি বলেন, বিচার বিভাগকে কলংকিত করার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্য থেকে দুর্নীতির এ তথ্য প্রকাশ প্রকাশ করা হয়েছে। শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডমি আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার অঙ্গীকার নিয়ে সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, আগামী ২ মাসের মধ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ চিহিৃত যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধের বিচার বানচাল করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এখন দেশে যা ঘটছে তাই যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র বলে সরকারের এমপি-মন্ত্রীরা প্রচার করছেন। আসলে কি তাই? টিআইবির রিপোর্টও ষড়যন্ত্র! এর আগে বিচার বিভাগ ও আদালত নিয়ে কথা বলার জন্য মাহমুদুর রহমানকে মামলা দিয়ে রিমান্ডে নেয়া হলো। এবার কি টিআইবিকেও রিমান্ড খেতে হবে? কিছুদিন আগে পুলিশের ব্যাপারের টিআইবির রিপোর্টের ওপর মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারাও বলেছেন এটা ষঢ়যন্ত্র। টিআইবির মুখে ছাই পড়ার কথাও তিনি বলেন।
সত্য কথা শুনতে তাদের এতো খারপ লাগে কেন?
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।