নাজমুল ইসলাম মকবুল
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইকে আটকের পর মুক্তির অভিযোগ : আবাসিক হোটেল থেকে ৩৯ পতিতা-খদ্দের আটক
রাজধানীর ফার্মগেটে ইম্পিরিয়াল গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় হোটেল ম্যানেজার স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ইসরাইলকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএ ও পুলিশের আইজি র্যাবকে ফোন করায় তাকে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ হোটেলের মালিক। এক সময় এ হোটেলের নিচতলায় তিনি বসবাস করতেন।
এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান জানান, ইম্পিরিয়াল রেস্ট হাউস নয় ফার্ম গেট এলাকার আবাসিক হোটেল স্কাই থেকে এবং ভাসমান ৩৫ জন পতিতা ও খদ্দের আটক করেছে র্যাব। তিনি দাবি করেন, ৩৯ জন নয় আটক করা হয়েছে ৩৫ জনকে। এর মধ্যে ১৭ জন নারী এবং ১৮ জন পুরুষ। দুপুরে তাদের আটকের পর র্যাব-২ সদস্যরা রাতে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই অথবা ইসরাইল নামে কাউকে আটকের ব্যাপারে আমরা কিছু জানি না।
র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১টার দিকে র্যাব-২ এর একটি দল ফার্মগেট ইম্পিরিয়াল গেস্ট হাউসে অভিযান চালায়। ওই সময় হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৯ নারী ও ২০ জন পুরুষকে আটক করা হয়। এছাড়া, হোটেল ম্যানেজার ইসরাইলকেও আটক করে র্যাব। তবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই পরিচয় দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ এসেছে।
আটককৃত মহিলা-পুরুষদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব-২ এর এএসপি সাফিউল সারোয়ার জানান, ইম্পিরিয়াল গেস্ট হাউস থেকে যাদের আটক করা হয়েছে সবাই দেহব্যবসার সঙ্গে জড়িত। তবে হোটেল থেকে ইসরাইল নামে কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় একটি সূত্র জানায়, ইসরাইল হোটেলের ম্যানেজার। র্যাবের অভিযানের সময় তিনি হোটেলেই ছিলেন।
র্যাব সদস্যরা খদ্দের ভেবে তাকেও আটক করেছিলেন, পরে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত বছর র্যাব সদস্যরা ফার্মগেটের ওই একই রেস্ট হাউস ইম্পিরিয়ালে অভিযান চালিয়ে জাল মুদ্রা উদ্ধার করে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের ছেলেসহ কয়েকজনকে আটক করেছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের ছেলে নিজের পরিচয় দিয়ে র্যাব সদস্যদের হোটেলে ঢুকতে বাধা দিলে র্যাবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তারা র্যাবের ওপর হামলা চালালে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের ছেলেসহ ৪-৫ জনকে আটক করে মারধর করে র্যাব সদস্যরা।
পরে সেখান থেকে বিদেশি মুদ্রাসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনা তখন বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।