আমাদের কথা খুঁজে নিন

   

সাকার বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা



চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় আরো একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে। সাকা চৌধুরী গত ১৫ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর ২১ ডিসেম্বর ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ৫, তাং ২১/১২/২০১০। তবে মামলাটি দায়েরের পর পুলিশ তা গোপন রাখে। জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ি বিএনপির সম্মেলনে সাকা চৌধুরীর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে আবু তাহের নামে মোটরযান শ্রমিকলীগের এক নেতা সাকার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় তখন মামলা গ্রহণ করেনি। এখন সাকাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই পুলিশ বাদী হয়ে তা মামলা হিসেবে নথিভুক্ত করেছে বলে শীর্ষ নিউজ ডটকমকে জানান ফটিকছড়ি থানার ওসি মফিজুর রহমান। মামলায় সাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হুমকি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, আবু তাহের ইতিপূর্বেও সাকার বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি করেছেন। সূত্র- http://www.sheershanews.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।