আমাদের কথা খুঁজে নিন

   

সাকার দম্ভোক্তি

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

সাকা চৌধুরী ।

যিনি নিজেকে প্রচার করতে খুব ভালো বাসেন । সঠিক কথা বলে ওর মতো লোক লাইম লাইটে আসতে পারবে না জেনে সব সময়ই উল্টা-পাল্টা কথা বলে থাকেন । তার সংসদ সদস্য পদ বাতিল করার সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার এই কমিশনের নাই । নির্বাচন কমিশনারগণ তো আমাদের কর্মচারী । আমরা যা বলব তারা শুধু ইয়েস স্যার, জ্বী হুজুর এসব বলে যাবে ।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ওদের কথায় আমরা নিবন্ধন করতে বাধ্য নই । ইত্যাদি ইত্যাদি.... আমার দেখা মতে এই প্রথম কোন নির্বাচন কমিশন ক্ষমতাসীন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে, যাহা অতীতে বাংলাদেশে হয়েছে বলে আমার জানা নাই । এমন স্বাধীন নির্বাচন কমিশনকে ঠুটু জগন্নাথ বানিয়ে রাখলে কি ভালো হবে ! আপনারা কি বলেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।