আবার ইনজুরিতে মাশরাফি! মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সে হেল্থ ইন্সুরেন্স পাইছে! একটুতেই কুপোকাত হওয়ার ব্যরাম আর গেল না। ওর উচিত মুখে লিপস্টিক লাগিয়ে বাসার বারান্দায় বসে থাকা। যত্তসব ফালতু খেলোয়াড়। ওরে কখনই ভাল লাগে নাই। যখন মেদভুড়ির জন্য ওকে ইংল্যান্ডের সিরিজে একটা ম্যাচ খেলে বাদ দেওয়া হল তখন ব্যাটার কি দেমাগ কি অভিমান!!! ভাবখানা যেন ফিটনেস যাই হোক ওকে দলে রাখতেই হবে, মামা বাড়ির আবদার।
ক্যাপটেন হয়েও শেষ ওভারে বলিং করার চাপ নিতে চায় না, অন্য সব জুনিয়র বলারদের ঘাড়ে সেটা চাপায় দেয় যাতে দোষ তাদের দেওয়া যায়। টেস্টেতো ব্যাটা কোনদিন চারের বেশি উইকেটই পাইল না। আরও দেখছি ঐ ব্যটা যখন একটু ভাল খেলে তখন খুড়ায় চলার ভান করে, মুখ কুচকিয়ে ব্যাথায় কোকানোর ভং ধরে- ভাবখানা যেন আহত বীর যোদ্ধা দেশের জন্য প্রাণ উজার করতেছে! দেশ উদ্ধার করে ফেলছে! বহুত হইছে এই গরী্ব দেশের আর টাকার শ্রাদ্ধ করার দরকার নাই। এর চেয়ে অনেক গরীবের বিনামূল্যে চিকিতসার ব্যবস্থা করা যায়। ওরে গদাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।