আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা জীবনের শুরুতেই লটারি!

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল)

ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে ভর্তির জন্য লটারি করা হবে। শিক্ষা জীবনের শুরুতেই ওদের ভাগ্য নির্ধারণ করা হবে লাটারির মাধ্যমে। বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে কি ভালো লেগেছে? এটা কি শিশু অধিকারের লঙ্ঘন নয়? শিশু অধিকার নিয়ে যারা কাজ করেন তারা কি কিছু বলছেন এ ব্যাপারে? আমার জানা নেই। কেউ জানলে দয়া করে একটু লিংক দিয়েন।

.............................. ১. একটি শিশুকে পরীক্ষা দিয়ে শিশু শ্রেণীতে ভর্তি হতে হবে কেন? ২. একটি শিশুকে লটারির মাধ্যমে শিক্ষা জীবন শুরু করতে হবে কেন? ৩. সরকার কি এলাকা ভাগ করতে পারে না? ৪. কোন এলাকায় কতটা স্কুল আছে, ওই এলাকায় কত শিশু নতুন ভর্তি হবে, তাদের জন্য কোন স্কুলে কতটা সিট আছে এগুলো হিসাব করলেই তো সরকার এলাকা ভাগ করে দিতে পারে, তাই না? ৫. প্রত্যেক এলাকার জন্য নির্ধারিত স্কুল থাকবে। আর সেসব স্কুলের যে কোনো একটাতে সুবিধামতো শিশুরা ভর্তি হবে। পরীক্ষা কিংবা লটারির দরকার হবে না। ৬. এ জন্য সব স্কুলের পাঠ্যসূচি এক হবে। সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকবে।

মোট কথা অমুক স্কুল ভালো, অমুক স্কুল খারাপ এ বিষয়টা দূর করতে হবে। ৭. তাহলে শিশু বয়সে ভর্তি সংক্রান্ত এই হীনমন্যতা থেকে শিশুরা পরিত্রাণ পাবে বলে আমার বিশ্বাস। কিন্তু সরকার চাইলেই এমন কঠিন কাজ করতে পারবে না কিনা জানি না। তবে এটা সম্ভব। শুধু সদিচ্ছার দরকার।

নতুন শিক্ষানীতিতে কী আছে, আর কী হবে আল্লাই জানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.