১৯৮০ সালে অলিম্পিকে মার্কিন যুক্তরাস্ট্রের নেতৃত্বাধীন ৮০টি দেশ অংশ নেয়নি অলিম্পিকে। সেই অলিম্পিকের মূল ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামের অবস্থান ছিল লুঝনিকি এরেনায়। এই অ্যারেনাই হবে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মূল ভেন্যু। বিশ্বকাপের আগে এই অ্যারেনায় সর্বশেষ কোনো বড় আসর বসছে বিশ্ব অ্যাথলেটিঙ্ চ্যাম্পিয়নশিপ। যা শুরু ১০ আগস্ট।
চলবে ১৮ আগস্ট পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলের জন্য এই অ্যারেনার পুনর্গঠন চলবে। তাই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর বন্ধ থাকবে লুঝনিকি অ্যারেনা। তবে চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে মস্কোয় এখন সাজসাজ রব। প্রস্তুতি চলছে।
ঘষামাজা চলছে স্টেডিয়ামের। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তরুণ-তরুণীরা।
লুঝনিকি অ্যারেনা শুধু মস্কো নয়, পুরো রাশিয়ার অন্যতম মূল ক্রীড়া ক্ষেত্র। এই স্থাপনার তৈরি শুরু হয় শীতল যুদ্ধের সময়, ১৯৫৪ সালে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।