আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে ভয়াবহ ধস, আতঙ্কিত বিনিয়োগকারীদের বিক্ষোভ

সত্যবাদী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ভয়াবহ দরপতনের ঘটনা ঘটেছে। এতে ডিএসইর ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি সূচকের পতন হয়। একই সঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ডিএসই সূত্রে জানা যায়, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৭২ শতাংশ বা ৫৫১ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্টে। এটি ঢাকার শেয়ারবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ পতন বলে বিশ্লেষকেরা জানান। এর আগে গত ৮ ডিসেম্বর সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট নেমে যায়, যা দিন শেষে আবার কিছুটা ঘুরে দাঁড়ায়। এ ছাড়া ১২ ডিসেম্বরও ডিএসইতে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে।

এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৮৫ পয়েন্ট নেমে আসে। এর আগে ১৯৯৬ সালের ৬ নভেম্বর এক দিনে ২৩৩ পয়েন্ট কমে যায় ডিএসইর সাধারণ সূচক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.