আমাদের কথা খুঁজে নিন

   

তামাক চাষ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের সুপারিশ


তামাক চাষ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের সুপারিশ পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় তামাক চাষের প্রভাব সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত তামাক চাষ খাদ্য সংকটের পাশাপাশি জনস্বাস্থ্য, পরিবেশ এবং কৃষি জমিকে তিগ্রস্থ করছে। ক্রমবর্ধমান এ সমস্যার মোকাবেলায় তামাক চাষ নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা দরকার। আজ বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট "পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় তামাক চাষের প্রভাব" শীর্ষক একটি সেমিনার এ বক্তারা উপরোক্ত সুপারিশ করেন। সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন এর চেয়ারম্যান ও বাপা এর সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগ এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর প্রোগ্রাম ম্যানেজার আজম ই সাদত, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) এর সমন্বয়কারী কামরুল আহসান খান, বাপা যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা বেনু, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর উপ-পরিচালক এস এম জাকির হোসেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন প্রমুখ। প্রবন্ধে ফরিদা আক্তার বলেন একদিকে দেশে শিল্পায়ন, রাস্তাঘাট তৈরিসহ নানা কারনে প্রতিবছর ১% করে জমি কমে যাচ্ছে। অপরদিকে তামাকের মতো তিকর পন্য দেশের খাদ্য জমিগুলো দখল করে নিচ্ছে। ২০০৭ সালের তুলনায় ২০০৯ সালে তামাকচাষ ৬৮% বৃদ্ধি পেয়েছে যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি। তামাক চাষে অধিকতর কীটনাশক এবং সারের ব্যবহার ধীরে ধীরে মাটির উর্বরতা হ্রাস করছে।

তামাক চাষের পরিবেশ তি প্রসঙ্গে বলেন, তামাক পাতা প্রক্রিয়াজাতকরণে ক্রমাগত বৃ নিধনে দেশের বনজ সম্পদ ধবংস হয়ে যাচ্ছে। বিশেষ করে, পার্বত্য এলাকার গাছ কেটে তামাকের চুল্লীতে ব্যবহার করায় বনজ সম্পদ ক্রমশ কমে যাচ্ছে। কোম্পানিগুলো নিজেদের স্বার্থে ও অপকর্ম ঢাকতে দ্রুত বৃদ্ধি পায় এ ধরনের বিদেশী গাছ লাগাচ্ছে বনাঞ্চলে। বিদেশী গাছ আমাদের জীববৈচিত্রের জন্য হুমকি স্বরূপ। তামাকপাতা শুকানোর সময় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করে, যা হাঁপানি, শ্বাসকষ্ট, চর্মরোগ ইত্যাদি বৃদ্ধি করে।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর প্রোগ্রাম ম্যানেজার আজম ই সাদত বলেন, যে দেশগুলিতে তামাক চাষ হচ্ছে সে দেশগুলিতে পরিবেশগত মারাত্মক বিপর্যয় দেখা দিচ্ছে। যে কারণে উন্নত দেশগুলোতে তামাক চাষ, ব্যবহার কমে যাচ্ছে। এ কারণে বহুজাাতিক তামাক কোম্পানির নানা প্রতারণামূলক কার্যক্রমের কারণে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে তামাক চাষ বেড়ে যাচ্ছে। তামাক চাষের এ ভয়াবহ তিগুলো আগামীতে সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হবে। মঞ্জুরী কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, তামাক চাষের বিকল্প ফসল উৎপাদনের গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্বুদ্ধকরণ ও অনুদান দিয়ে সহযোগিতা করা হবে।

পাশপাশি সকল বিশ্ববিদ্যালয়গুলোকে আইন অনুসারে ধূমপানমুক্ত করার জন্য পদপে গ্রহণ করা হবে। বক্তার বলেন, পার্বত্য জেলা বান্দরবান এর নদী ও জলাশয়ের ঢালু উর্বর জমিতে তিকর তামাক চাষ করায় এ জমিতে ব্যবহৃত কীটনাশক ও তামাকের রাসায়নিক গিয়ে নদী-জলাশয়ের পানিতে মেশায় সে পানি দূষিত হয়ে পড়ছে। ফলে মৎস্য সম্পদসহ জলজ প্রাণীর জীবনকে বিপন্ন করে তুলছে। পাশাপাশি এ পানি ব্যবহার মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে। বিশেষ করে মাছে ডিম পাড়ার সময়ে তামাকের কীটনাশক পানির সঙ্গে মেশার ফলে মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।

খড় পোড়ানোর কারণে গবাদিপশুর খাদ্য সংকট সৃষ্টি করছে। তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ কাজে সম্পৃক্ত থাকার কারণে তামাক চাষের এলাকাগুলোতে শিশু-কিশোরদের মধ্যে স্কুলে উপস্থিতির হার কমে যায়। বক্তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষি জমির উর্বরতা রার্থে নতুন কৃষি জমিতে তামাক চাষ নিষিদ্ধ; নদী ও জলাশয়ের পাশ্ববর্তী জমিতে তামাক চাষ নিষিদ্ধ; নতুন তামাকের চুল্লী নির্মাণ নিষিদ্ধ করা এবং বনজ বৃ ব্যবহার করে তামাকের চুল্লীতে তাপ দেয়ার মাধ্যমে তামাক পাতা শুকানো নিষিদ্ধ; চাষীদের তামাক চাষে নিরুৎসাহিত করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান; খাদ্যশস্য উৎপাদন ও বাজারজাত কারণে কৃষকদের সবরকম সরকারি সহযোগিতা; খাদ্যশস্য সংরণের জন্য গুদাম ও কোল্ডস্টোরেজ নির্মাণ; তামাক চাষে সবরকম সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ; বনায়নের নামে তামাক কোম্পানিগুলো বিদেশী গাছ লাগানো নিষিদ্ধ এবং তামাক চাষ নিয়ন্ত্রণে একটি সমন্বিত আইন প্রণয়নের সুপারিশ করা হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.