আমাদের কথা খুঁজে নিন

   

নিরক্ষর রেখার জল

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

নিরক্ষর রেখার জল -আবু মকসুদ নিদারুণ অপমানে নিজেকে পোড়াই। সমস্ত যন্ত্রণা অসহ্য অনলে পুড়িয়ে ক্যালেন্ডারের পাতা উল্টানোর কসরৎ করি। সময়ের কাছে নতজানু, গতির যুদ্ধে শামুক জীবন মাড়াতে পারি না নির্জ্ঞান জন্মক্লান্ত আঙ্গুলে লিখি বিষাদকাহিনী ওপাড়ে যে ঢেউ ভাঙ্গছে যুবতী রাত সে জানে জেটিঘাট বেশী দূরে নয় ডেকের উপর অবতরণের প্রত্যাশায় তৈরী ভিনদেশী নাবিকের গল্পে থাকে নিরক্ষর রেখার জল রজকিনীর প্রতীক্ষা আর গৃহস্থের বাথান গল্পের চণ্ডিদাস চাঁদের সাথে নিয়মিত হাঁটে। আমাদের দুঃখরাতের শেষে শীত আসে শরীরের কাঁপন যখন ক্রুশবিদ্ধ যীশু, বর্ণহীন চোখ পড়ে থাকে কিছুটা দূরে সৎকারের অভাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।