এতে একক ও দলীয় সংগীত এবং দলীয় নৃত্য পরিবেশনার পাশাপাশি থাকছে কবিকণ্ঠে কবিতা পাঠের আসর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহম্মদ জাফর ইকবাল। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
১ ঘন্টার আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। ‘সাড়ে সাত কোটি’ গানের সঙ্গে নৃত্য সংগঠন স্পন্দনের সমবেত পরিবেশনায় শুরু হবে এ পর্ব। এতে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন নটরাজ, নন্দন কলা কেন্দ্র এবং ভাবনা।
এতে একক সংগীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা, শাম্মী আক্তার, অনিমা মুক্তি গোমেজ, হাসিনা মমতাজ, আশরাফ উদাস এবং সজীব।
শিল্পকলা একাডেমির শিশু প্রশিক্ষণার্থীদের পাশাপাশি দলীয় সংগীত পরিবেশন করবে ধ্রুব শিশু-কিশোর সংগঠন, পিপলস লিটল থিয়েটার এবং রনতা শিল্পীগোষ্ঠী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।