নাট্যদল সাধনার পঞ্চদশ প্রযোজনা গীতিনাট্য 'চম্পাবতী' নাটকটি মঞ্চস্থ হবে আগামী রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। গীতিনাট্যে নাটক এবং নৃত্য পরিচালনা করেছেন শামিম হাসান ও শাবি্বর আহমেদ খান বিজু। শামিম হাসান জানান, কবি জসীমউদ্দীনের 'বেদের মেয়ে' অবলম্বনে সৈয়দ শামসুল হক লিখেছেন নৃত্যনাট্য 'চম্পাবতী'। শামিম আরও জানান, এ নৃত্যনাট্য সাধনার প্রথম লোক-আঙ্গিকের নৃত্য। এটি মঞ্চায়নের আগে লাঠিখেলা, রাইবেঁশে, পুরুলিয়া ছৌ ও ময়ূরভঞ্জা ছৌ নামে চার রকম লোকনৃত্য বিষয়ে অভিনয়শিল্পীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি।
গীতিনাট্যে এ চারটি নাচের সমন্বয় করেছেন শাবি্বর।
চম্পা, মালেকা ও আসমানী গয়া নামে তিন নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে এগিয়েছে 'চম্পাবতী'র কাহিনী। এ গল্পে ভিন্ন দুই সম্প্রদায়- ভবঘুরে বেদে ও গ্রাম বাংলার রক্ষণশীল সমাজের চিত্র ফুটে উঠেছে। এ নাটকে সার্বিক শৈল্পিক নির্দেশনায় রয়েছেন লুবনা মারিয়াম। নৃত্যনাট্যের সংগীতাংশে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, আনুশেহ্ আনাদিল ও কাঙালিনী সুফিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।