‘প্রমিথিউস’ দলের ৩০তম প্রযোজনা। জাতীয় নাট্যশালার মূল হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চতুর্থবারের মতো মঞ্চস্থ হবে নাটকটি।
গ্রিক নাট্যকার এসখাইলোসের ‘প্রমিথিউস বাউন্ড’ নাটক অবলম্বনে বাংলায় ‘প্রমিথিউস’ রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান।
এ নাটকে প্রমিথিউস চরিত্রে অভিনয় করছেন জায়েদীন কামাল দীপু, সামিউল জীবন ও আবুল কালাম আজাদ।
কেন্দ্রীয় নারী চরিত্র ‘আয়ো’তে রূপদান করছেন পলি বিশ্বাস। এতে ‘ইনাকাস’ চরিত্রে অভিনয় করছেন মীর জাহিদ হাসান।
মীর জাহিদ হাসান গ্লিটজকে বলেন, “প্রমিথিউস চরিত্রের মাধ্যমে অন্যায়-অবিচার থেকে মানবের মুক্তির কথা বলা হয়েছে। ক্ষমতালোভী দাম্ভিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রমিথিউস। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।