শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসব এখন জমজমাট। পিঠাপ্রেমী সর্বস্তরের মানুষ বিকাল ৩টা থেকেই ভিড় করেন উৎসবে। নগরের যান্ত্রিক জীবনে এমন ধরনের নানা পদের পিঠা অনেককেই আনন্দ দিচ্ছে। কারণ দিনে দিনে পিঠা ঐতিহ্য হারাতে বসেছে। বাঙালির চিরায়ত সংস্কৃতির উপাদান পিঠার ঐতিহ্য পুনরুদ্ধারে প্রতি বছরের মতো শিল্পকলায় শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব, ২০১৪।
এ উৎসব প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এদিকে, ২৪ জানুয়ারি প্রধান অতিথি থেকে রংবেরংয়ের বেলুন উড়িয়ে আট দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। স্বাগত বক্তব্য দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম।
চ্যানেল আইতে শুরু হচ্ছে ম্যাঙ্মিাস তরুণ কণ্ঠ : আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিপ্লবে বাংলাদেশের তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও নীতিনির্ধারণীতে তারা উপেক্ষিত। অবদান, স্বীকৃতি কিংবা মূল্যায়ন না পাওয়ায় তরুণরা দিনে দিনে রাজনীতিবিমুখ হয়ে পড়ছে। বিগত দুই দশকে তাই বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। এমন প্রেক্ষাপটে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তরুণদের মতামত ও ভাবনা টেলিভিশন মিডিয়ায় তুলে ধরতে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে নতুন অনুুষ্ঠান 'তরুণ কণ্ঠ'। আজ থেকে রাত সাড়ে ১১টায় অনুষ্ঠানটি চ্যানেল আইতে ধারাবাহিকভাবে প্রচার হবে।
গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব জানান অনুষ্ঠানসংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ম্যাঙ্মিাসের পরিচালক অপারেশন্স মেসবাহ উদ্দিন আহমেদ ও তরুণ কণ্ঠ অনুুষ্ঠানের উপস্থাপক শাইখ ইমতিয়াজ। ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন, চ্যানেল আই সব সময়ই ব্যতিক্রম কিছু করে থাকে। এটিও তার একটি। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত : অমর একুশে গ্রন্থমেলা, ২০১৪-এর স্টল বরাদ্দের লটারি গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে।
লটারি অনুষ্ঠানের শেষে ফলাফলও প্রকাশ করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রকাশকদের উপস্থিতিতে মেলার প্রস্তুতি পর্যায়ের শেষ মুহূর্তে এ কার্যক্রম সম্পন্ন হয়। লটারি শেষে প্রকাশকদের মনে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেলেও প্রথমবারের মতো মেলা সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরের বিষয় বিবেচনা করে নানা ধরনের সংশয়ে ভুগছেন প্রকাশকরা।
এ প্রসঙ্গে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, '২০১৩ সালের বইমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার পরিসর বাড়ানোর কথা উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরের কথা বলেছিলেন। তার সে আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়েই এবার মেলাকে সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তর করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।