আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় বসন্ত উৎসব

এক প্রেসবার্তায় একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টায় বসন্ত উৎসবের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।

এরপর ঢাকা সাংস্কৃতিক দলের বৃন্দ পরিবেশনায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর থাকছে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী ও নজরুল সংগীতশিল্পী পরিষদ সদস্যদের পরিবেশনা।

অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যনন্দন, দিব্য সাংস্কৃতিক সংগঠন ও ধৃতি নর্তনালয়। ‘মোর বীণা ওঠে কোন সুরে’ গানের সঙ্গে  দ্বৈত নৃত্য পরিবেশন করবেন সুদেষ্ণা ও তুষার । 

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, খায়রুল আনাম শাকিল, রফিকুল আলম, আবিদা সুলতানা, মিতা হক, ফেরদৌস আরা ও আজিজুর রহমান ও মামুন জাহিদ খান। 

আবৃত্তি করবেন সৈয়দ শামসুল হক, আহকামউল্লাহ, কবি কামাল চৌধুরী ও ডালিয়া আহমেদ।

সবশেষে লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী ভগীরথ মালো ও আশিক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।