এক প্রেসবার্তায় একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টায় বসন্ত উৎসবের উদ্বোধন করবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
এরপর ঢাকা সাংস্কৃতিক দলের বৃন্দ পরিবেশনায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর থাকছে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী ও নজরুল সংগীতশিল্পী পরিষদ সদস্যদের পরিবেশনা।
অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যনন্দন, দিব্য সাংস্কৃতিক সংগঠন ও ধৃতি নর্তনালয়। ‘মোর বীণা ওঠে কোন সুরে’ গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করবেন সুদেষ্ণা ও তুষার ।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, খায়রুল আনাম শাকিল, রফিকুল আলম, আবিদা সুলতানা, মিতা হক, ফেরদৌস আরা ও আজিজুর রহমান ও মামুন জাহিদ খান।
আবৃত্তি করবেন সৈয়দ শামসুল হক, আহকামউল্লাহ, কবি কামাল চৌধুরী ও ডালিয়া আহমেদ।
সবশেষে লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী ভগীরথ মালো ও আশিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।