আমাদের কথা খুঁজে নিন

   

এ সব কবিতা নিয়ত......

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

১. আমার একটা গোপন কষ্ট আছে। ভেতরে লুকানো খুব গভীরে ক্লাস ফাইভে মা হারানোর মত। পরপর তিনদিন থেতলে যাওয়া নখে আঘাত পাওয়ার মত ক্ষুধায় পেটে পাথর বাঁধার মত। খুব গোপনে সযতনে লুকিয়ে আছে শরীরে। আল্যার্জী হয়ে মাঝে মাঝে বেরিয়ে আসে।

চাকা চাকা দাগ.. নাকের ফুটোয় বেড়ে যাওয়া মাংশের মত ইনসমনিয়ায় ভুগে ভুগে রাতকে দিন করার মত। উরুর ফোড়ায় পুজের মত... সেই দিনটি না দেখতে পারার একটা কষ্ট তো আছেই। সেই নয় মাস কষ্ট না পাওয়ার কষ্ট বিজয় না দেখার কষ্ট.. খুব গোপনে গভীরে জমে জমে বাড়ছে। হাজার প্রজন্মের মুখচোরা দেহলি পচে পচে মাটিতে মিশে যাওয়ার কষ্ট... আমার একটা গোপন কষ্ট আছে। ভেতরে লুকানো... ২. সব কাল উপেক্ষা করে তোমাকে ভালবাসবো।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বেহায়া আশঙ্কার মুখে গুঁড়ো গুঁড়ো বালি ছিটিয়ে দিয়ে. নিরব টিটকারী উপেক্ষা করে,আমাকে দেয়া সব বদনাম ভুলে গিয়ে,সব হারিয়ে হলেও তোমাকে ভালবাসবো। তোমার বুকের ঘাস বার বার ছুঁয়ে প্রকাশ করব আমার ভালবাসা। আবেগের থুথু নিজে মেখে বহুবহু কাল কয়লা বুকে চেপে তোমাকে দিয়ে যাব উজ্জ্বল হিরক খন্ড। দ্যুতিতে ঝলসে যাবে পাশের দেশ। তামাক খাওয়া কালো দাঁতের কেলানো হাসিতে অভিনন্দন জানাতে আসবে অনেকেই।

খবরদার... ভুলে যেওনা,শুধু আমি ভালবাসি বলেই তোমার এত সব...! ৩. তোমার সাথে লুকোচুরি আর খেলতে পারিনা। একঘেয়েমি পেয়ে বসে আমাকে। তোমার বুঝেও না বোঝার ভান আমাকে ভীত করে,তুমি মূর্খই থেকে যাবে আজীবন! তুমি হাঁটবে চলবে বলবে তবু বুঝবেনা। আমার কাতর কন্ঠ তোমাকে মুক্তি দেবে ভেবেছো? ভুল ভাবনা তো মূর্খদেরই আসে। তোমার মাথা ভাঙলে যে চটচটে পদার্থ বের হবে তাতো নির্বুদ্ধিরই।

তোমার বুকটা কাটলে হৃদয় আসবে কোথা থেকে। সেসবতো বহু আগেই বিকিয়ে দিয়েছো মৌলবাদীর দোকানে। কত পয়সা পেয়েছো বলতো? ভালবাসার ভেতরের ফাঁকি তোমার নজরে আসেনা?চোখের ছানী আর কতকাল নজর ছেয়ে থাকবে তোমার!একটু বোঝ... অন্তত একটু বোঝ দয়া করে। মদ ছুঁড়ে একবার পূর্ণ চোখে তাকাও এবার দেখি! ৪. তুমি তো বোঝোই কত ভালবাসি!দেখে নিও আমি খুব ভাল মেয়ে হয়ে থাকব। তোমার কোনো গোপন নগ্ন তথ্য কেউ কষাঘাত করলেও এ মুখ থেকে হাত থেকে বের করতে পারবেনা।

পাগল নাকি!কিছু বলি আর বুক থেকে ছুঁড়ে দাও আমাকে অপরিচিতের দেশে। যেখানে তোমার মত কাউকে দেখার তৃষ্ণায় মরে যাব নিয়ত। এতটা ভুল আমাকে দিয়ে হবেনা। আমি তোমার তুলতুলে প্রেমিকা হয়ে থাকবো। যা জানবো,বুঝবো,অবুঝের মত নিজের মধ্যে রাখবো।

তুমি দেখে নিও... এদিকে তুমি পাপাচার কর,গোপনে প্রকাশ্যে,আমাকে শাসাতে সন্ত্রাসী হও,লোভী ঘুষখোর দূর্ণীতিবাজ হও,তোমার কোন কিছুই আমাকে ঘৃণা করাতে পারবেনা। ঘৃণা করবনা আমি। আমার সব আত্মসম্মানবোধ ছুঁড়ে ফেলে আমি তোমার অংশ হয়ে থাকবো। তবু আমায় ভালবেসে সবুজ হয়ে থাকতে দিও...। ৫. আমাদের শৈশব রাত্রির বৃষ্টির মত বিয়োগ জ্বরায় আহত।

বিলাস বিরহে... শৈশব--- শব্দটি বড় বেশি অরন্যচারী বড় বেশি অস্থির,যৌবনবতী রমনীর মত, বড় বেশি নরম,লাজুক বড় বহমান,বৃষ্টি বিহীন কণার উজ্জলতম প্রমান। শব্দ বেয়ে রক্ত ঝরে। বড় বেশি লোনা। বিরতিহীন আগুন এমন এমন.... হলুদিয়া বিষন্নতা উদ্বাস্তু জ্বালা। আমাদের শৈশব বড় অহঙ্কারের প্রিয়তা বহুমুখি।

কেউ কেউ ফেরে... শুধু শৈশব রাত্রির বৃষ্টির মত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.