আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে অনেক গান আছে।স্বাধীনতার জন্য আমাদের যে ত্যাগ সেটা নিয়েও অনেক গান হয়েছে আর সে সকল গান আমাদের বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে বিস্তর ধারনা দেয় এবং অনেক অনুপ্রেরনা জোগায়।বাংলালিঙ্ক মুক্তিযুদ্ধের সময়ের কালজয়ী গান গুলো নিয়ে দুটো গানের সংকলনও বের করেছে কিন্তু সেই সঙ্কলনের গান গুলো সব সেই সময়ের গান(জাগরনের গান-১ এর কথা বলছি, জাগরনের গান-২ টা এখনো শোনা হয় নি)।আমাদের রর্তমান সময়ের অনেক শিল্পীরাও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং দেশ নিয়ে অনেক গান করছে,কিন্তু এসব গান নিয়ে নির্দৃষ্ট কোন তালিকা নেই।আমি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও বাংলাদেশ নিয়ে যত গান আছে তার একটি তালিকা করতে চাচ্ছি এবং পরর্তিতে সব গুলো গান সংগ্রহ করে সামুর পাঠকদের জন্য গানের কথা(lyric)ও গানগুলোর লিংক দেয়ার একটি চিন্তা করছি।কিন্তু এত বিশাল একটি কাজ একা আমার পক্ষে করা কোন ভাবেই সম্ভব না,তাই আপনাদের সকলের সাহায্য অত্যান্ত জরুরী।
আপনাদের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও বাংলাদেশ নিয়ে কোন গানের নাম মনে আসলে দয়া করে শেয়ার করুন।
ধন্যবাদ সবাইকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।