আমাদের কথা খুঁজে নিন

   

মিসড কল

রাত ১;৩০ মিনিট একটা মিসড কল এ ঘুম ভেঙ্গে গেল। হাতটা বাড়িয়ে মোবাইল এর সুইচটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা খেয়ে চা এর কাপ এ চুমুক দিতেই রাত এর কথা মনে পড়লো। মোবাইলটা খুলে দেখি একটা অচেনা নাম্বার। হয়ত কেউ ভুল করে দিয়েছে।

অন্য দিনের মত আজকের দিনটা কাটল। রাত এ পরীক্ষার নোট দেখতে দেখতে হঠাত একটা মিসড কল আসলো। হাত বাড়িয়ে মোবাইলটা নিলাম। দেখলাম অচেনা নাম্বার। আগের দিনের নাম্বার এর সাথে মিলিয়ে দেখলাম একই নাম্বার।

ঘড়িতে একই সময় ১;৩০। কোন ফ্রেন্ড এই কাজ করছে মনে করে কল ব্যাক করলাম। ওপাশ থেকে রিসিভ করল। আমি অনেকক্ষণ হ্যালো হ্যালো করার পরেও কোন সাড়া না পেয়ে রেগে গিয়ে বললাম- “কথা যদি নাই বলেন তো এত রাত এ মিসড কল দিয়ে বিরক্ত করেন কেন? আপনার মধ্যে কি ভদ্রতা নেই? আরে বাবা কথা বলেন তো!’’ এবার ওপাশ থেকে একটু হাসির শব্দ পেলাম। হাসিটা ছিল একটা মেয়ের।

হাসি শুনে অনেক বেশি রাগ হলো। কল টা কেটে দিলাম। আবার মিসড কল আসলো। মনে হলো সে তার পরিচয় দিবে তাই আবার কল দিলাম। সে আবার ও কল রিসিভ করে কথা বলল না।

সারারাত চিন্তা করলাম কে হতে পারে? আমার সাথে কেন এমন করছে? সকাল হতেই আবার পড়াশুনা নিয়ে ব্যস্ত হয়ে পরলাম। তবুও ঠিক মত পড়াশুনায় মন বসাতে পারি না। মনে হলো আবার সেই মিসড কলটা আসবে। এক সময় না পেরে আমিই কল দিলাম। দিয়ে দেখি মোবাইলটা বন্ধ।

দশ মিনিট পরও দেখি বন্ধ। তখন নিজেকে বললাম আমি কেন বারবার কল দিব? আমি তো তাকে চিনি না। বার বার আঙ্গুল কেন যে মোবাইল এর সুইচ এ চলে যাচ্ছিল বুঝলাম না। আধা ঘণ্টা পর আবার কল দিলাম। সেই এক কথা শুনি মোবাইল বন্ধ।

মনের অজান্তে কেন এমন হচ্ছে বুঝতে পারলাম না। কখন রাত হবে সেই অপেক্ষাতে ছিলাম। অবশেষে সেই ১;৩০ এ মিসড কলটা এলো। সাথে সাথে আমি কল দিলাম। গতকালের মত আজও একটু হালকা হাসি শুনলাম।

এত অপেক্ষার পরও কথা না শুনে রেগে গিয়ে অনেক উল্টা-পাল্টা বললাম-“আপনার সমস্যা কিসের? আপনি প্রতিদিন রাতে একই সময় মিসড কল দেন, রিং দিলে কথা বলেন না! আবার সারাদিন মোবাইল বন্ধ করে রাখেন। বুঝলাম আপনি কতটা অভদ্র! কিসের এত অহংকার? আমার মত আর কয়জন কে রাত এর পর রাত জাগিয়ে রাখেন? ভাল করে শুনেন, আপনি যদি কথা না বলেন দয়া করে আর কোনদিন মিসড কল দিয়ে জ্বালাবেন না। ” এই কথা বলে আমি কল কেটে দিলাম। একটু পরে ওই নাম্বার থেকে একটা মেসেজ আসলো। “সেদিন রাতে আমার ছোট ভাই তার বন্ধুকে কল দিতে যেয়ে ভুল করে আপনার নাম্বার এ মিসড কল দিয়ে আমার রুমে মোবাইল রেখে চলে যায়।

পরের দিন আমি ইচ্ছা করে সেই নাম্বার এ মিসড কল দিলাম। আপনি ব্যাক করলেন। আপনি রাগ করে অনেক কথা বললেন। শুনে মজা পেয়ে একটু হেসেছিলাম। তারপর দিন আপনার কথা শুনতে ইচ্ছা হওয়াই আবার মিসড কল দিলাম।

আপনি রেগে গিয়ে গতকালের মত অনেক কিছু বললেন। আপনার কথার উত্তর দেওয়ার অনেক চেষ্টা করেও পারিনি। শুধু দুচোখ থেকে পানি পড়েছে। বিধাতা আমাকে উত্তর দেওয়ার সুযোগ করে দেননি কারণ আমি বোবা...। ।

আপনার কথা শুনে অনেক কষ্ট পেয়েছি। আপনার কোন দোষ নেই। সরি, আমাকে মাফ করবেন। আমি আপনার কথা রাখবো। আর কোনদিন আপনাকে বিরক্ত করব না।

আপনি আর কোনদিন মিসড কল পাবেন না। ” মেসেজটা পড়ে বুকের মধ্যে কিসের একটা কষ্ট অনুভব করলাম। কিছুক্ষণ আর জন্য থমকে গেলাম। অনেক বার কল দিয়েছিলাম তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত কোনদিন মোবাইলটা খোলা পেলাম না।

আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আজ ও প্রতিরাত এ অপেক্ষায় থাকি ১;৩০ বাজলে যদি সেই মিসড কল টা আসে। লিখেছেন .....মেঘে ঢাকা তারা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.