মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়। http://facebook.com/events/146961248792279/ ভালো আইডিয়া! এইদেশে বড় কারো কানে আওয়াজ পৌছাইতে হইলে একটা ধামাকা লাগে... [কোন একটা সিনেমায় এই জাতীয় একটা ডায়লগ শুনছিলাম]। আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যাদের মোবাইল ফোন দুই বা ততোধিক... আমার অবশ্য দুইটা ফোনসেট [কলরেটের জন্য একটা আর অপেক্ষাকৃত ভালো নেটের জন্য আরেকটা]। ভাবতেছি, দুইটাই সাইলেন্ট কইরে একটা থেকে আরেকটায় অটোমেটিক রি-ডায়াল দিয়া থুইয়া দেব... একাধিক ফোনসেটের মালিক এমন বন্ধুদেরও সাথে নেব... রি-ডায়াল ইন্টারভ্যাল ১ মিনিট করে রাখবো, যাতে অপর ফোন থেকে সেই ইন্টারভ্যালের সময় কল আসতে পারে... আমাদের দেশে মোবাইল ফোনে রিং বাজে ৩০-৪৫ সেকেন্ড [অপারেটর ভেদে]... মনে হয় এইভাবে কষ্ট কমবে যেমন, মজাও হবে তেমন আবার কাউকে বিরক্তও করা হবে না... পুনশ্চঃ নেটওয়ার্কের সাময়িক ব্যস্ততায় কারো সমস্যা হলে এই ইভেন্টে স্বেচ্ছা অংশগ্রহণকারী একজন হিসেবে আমি দুঃখিত, তবে এই দেশে ত্যাগ ছাড়া কখনো কিছু অর্জিত হয় নি। ১৯৫২ থেকে আজ পর্যন্ত জানা ইতিহাসের ভিত্তিতে বলছি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।