আমাদের কথা খুঁজে নিন

   

"মিসড কল- আমার প্রতিবাদের হাতিয়ার" এবং কিছু প্রত্যশা

................ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দূর্যোধন দূর্যোধন এবং সেডাটিভ হিপ্নটিক্স সাহেবকে। আপনাদের অসাধারন উদ্দোগের জন্য। "মিসড কল- আমার প্রতিবাদের হাতিয়ার" শিরোনামে আপনারা যে ইভেন্টটি বানিয়েছিলেন তার প্রথমাংশ এবং Second Phase খুব সফলতার সাথেই শেষ হয়েছে। যাই হোক আজ সারাদিন যে পরিমানে মিসকল আদান-প্রদান হয়েছে তা আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ। আপনারা প্রমান করেছেন কোন ভাল উদ্যোগ নিলে তাতে সফলতা আসবেই।

লোকজনকে বুঝালে তারা নিজের ভালটা বুঝবে। আমি যখন এই লিখাটি লিখছি, তখন ইভেন্টটিতে প্রায় ৩০,০০০ লোক অংশ নিয়েছেন। কোন সন্দেহ নেই বাংলাদেশে এ পর্যন্ত ফেসবুকভিত্তিক সবচে বড় ইভেন্ট। আমার লেখাটার উদ্দেশ্য কিন্তু আপনাদের শুধু ধন্যবাদ দেয়া নয়। দেখুন, আমরা সকলেই চাই একটা রেজনেবল প্রাইসে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ আমাদের থাকুক।

এটা এখন আর আমাদের দাবি না, সাক্ষাত অধিকার। কিন্তু আমরা ঘরে বসে বসে মিসকল দিয়ে এই অধিকার আদায় করে নিতে পারব না। ..... কতক্ষন? একদিন, দুইদিন আমরা তাদের নেটওয়ার্কে ডিস্টার্ব দিতে পারব। কিন্তু সারা সপ্তাহজুড়ে এমন মিসকল ডে পালন সম্ভব না। যদি অধিকার আদায় করে নিতে চান তাহলে চলুন রাস্তায় নামি, মানববন্ধন করি, সরকারকে স্মারকলিপি দেই।

সর্বপরি তাদেরকে বাধ্য করি। এভাবে ফেসবুকে ইভেন্টের পর ইভেন্ট বানাবেন, সফল হবেও। মাঝখান থেকে কিছু মানুষের বিনোদন হবে। কিছু মানুষ সমালোচনা করার সুযোগ পাবে। কিছু পেজ লাইক পাবার ধান্দা করতে পারবে।

কিন্তু কাজের কাজ কি হবে? আরো একটা ওয়ে আছে। ইনভেস্টরদেরকে কনভিন্স করা। তাদেরকে যদি কনভিন্স করতে পারেন তাহলে তারা এই খাতে ইনভেস্ট করার আগ্রহ পাবে। আমকে অনেকেই বলে ইনভেস্তররা কনফিডেন্স পায়না। বলে এত বড় ইনভেস্টর কোথায় পাওয়া যাবে? কিন্তু কথা হল আপনাদের ইভেন্টে ৩০,০০০ লোক অংশ নিচ্ছে।

এদের মদ্ধ্যে যদি ১০,০০০ লোকও গ্যারান্টি দেয় যে 'আমরা নতুন কোম্পানির সংযোগ নিব' আর যদি কোন ইনভেস্টরকে কনভিন্স করা যায়, তাহলে দুনিয়াতে এমন আবাল ইনভেস্টর নাই যে ১০,০০০ প্রি-গ্যারান্টেড গ্রাহক সংযোগ নিবে বলছে আর সে ইনভেস্ট করবেনা। বড় ইনভেস্টরের ব্যাপারে বলব, যদি সিঙ্গেল ইনভেস্টর না পাওয়া যায়, তাহলে জয়েন্ট ইনভেস্টিংয়ের অপশন কিন্তু খোলা। হাজার হাজার কোটি টাকার মালিক এইরকম বাংলাদেশে একাধিক লোক আছেন বলেই জানি। অনেকে বলেন অনুমোদনের কথা। সরকারকে বাধ্য করতে হবে।

জনগনই ক্ষমতার আধার। তারা চাইলে সব সম্ভব। আজ ঢাকা শহরে যদি ২০,০০০ লোক এটা নিয়ে আন্দোলনে নামে, সরকারের টনক নড়বেই। কোন সন্দেহ নেই। ..................... শুধু দরকার উদ্যোগ।

একটা কার্যকর ভাল উদ্যোগ। জানি অনেক কঠিন, সময়সাপেক্ষ। কিন্তু সম্ভব। চাইলেই সম্ভব। অপেক্ষায় রইলাম এমন এক উদ্যোগের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.