আমাদের কথা খুঁজে নিন

   

মিসড কল – আমার প্রতিবাদের হাতিয়ার

বঞ্চনার শক্ত হাত আজন্ম বেধে রেখে আমাকে করেছে দুঃখী । । আজ শুভ মিসড কল দিবস! ইন্টারনেট ব্যবহারের খরচ কমানোর দাবিতে আজ গণ-মিসড-কল কর্মসূচী পালিত হচ্ছে । সর্বশেষ খবর অনুযায়ী, সবাই ব্যাপক উত্সাহ সহকারে পরিচিত- অপরিচিত সবাইকে মিসড কল দিচ্ছে । আমাদের নিজস্ব প্রতিবেদক কোনায় বসে থেকে জানিয়েছেন, এই দিনটি দেশবাসী মহাসমারোহে পালন করছে ।

এই দিবসটি উদ্ভাবন করায় দেশবাসী জনৈক তরুণ দিবস উদ্ভাবকদের প্রতি খুবই কৃতজ্ঞ । বিশেষত বাংলার রোমিওরা; এতদিন মানসম্মান রক্ষার দায়ে তারা জুলিয়েটডের কল ব্যতীত মিসড কল দিতে পারত না, আজ তারা মিসড কল দিবস উদযাপনের অজুহাতে ইচ্ছামত প্রেমিকাদের মিসড কল দিয়ে মনের জ্বালা মিটাচ্ছে । এই পোস্টটা লেখার সময় আমি নিজেও অগণিত মিসড কল পেলাম । সবাই মিসড কল মিসড কল খেলায় মেতেছে, যাই আমিও খেলে আছি । আপনি খেলছেন তো? দিবসটি সফল করতে দলে দলে গণহারে মিসড কল দিন! br /> এই ভিন্নমুখি প্রতিবাদ করার প্রধান ২ উদ্যোক্তা হলেন দূর্যোধন দূর্যোধন এবং Sedative Hypnotic।

যারা নাকি ফেসবুকে খুবই পরিচিত.। আশা করি এরকম উদ্যোগ আরও নেয়াও হবে.। আপনারা যারা বিস্তারিত জানেন না তাই এই ইভেন্টে ডুকে দেখতে পারেন .। । যারা সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত মিসকল দিতে পারেন নি, তারা মিসকল দিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তবুও মিস করবেন না মিসকল দেবার সুযোগ! আন্দোলনের সাথে থাকুন।

তবুও এই প্রতিবাদে যুক্ত হউন । । আপানাদের জন্য একটি অটো মিসকল সফটওয়্যার লিঙ্ক দিলাম। নেটে খুজতে খুজতে পেয়ে গেলাম আর কে.। ।

। আশা করি আপনাদের কাজে লাগবে। সফটওয়্যারটি এখান থেকে Download করুন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.