আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। আমি এখন যেই এয়ারটেল নাম্বারটা ইউজ করি সেটা ২০০৭ এর জুন এর দিকে নেওয়া। যখন থেকে এয়ারটেল মিসডকল এলার্ট সুবিধা দিচ্ছে তখন থেকেই আমি এই সার্ভিস টি ব্যবহার করছি।
আমার গার্লফ্রেন্ড আগে যেই বাসায় থাকত সেটি ওরা ২০০৮ সালের ১ লা ডিসেম্বর ছেড়ে দেয়। ওর বাবা একটা সিটিসেল নাম্বার ইউজ করতো ।
কালকে রাত ৩ টা ২৩ এ আমার মোবাইলে একটা মেসেজ আসে ৭৮৯ থেকে। ( এটি এয়ারটেল এর ভয়েসমেইল সার্ভিস এর নাম্বার )
মেসেজে লিখাঃ
You have missed calls
1. 01199850*** 9 Dec 10.43
2. 029349*** 9 Dec 15.03
ওদের টিএনটি নাম্বার টা এখন হয়তো অন্য কেউ ইউজ করে। কিন্তু ওই সিটিসেল নাম্বার টা যেটি কিনা ওর বাবার সেটি সে ২০০৯ সালের মার্চে বন্ধ করে দেয়!!
তার মানে প্রায় তিন বছর পর সেই মিসড কল এলার্ট আসলো।
তাও আবার রাত ৩ টার পর। ফার্স্টে মনে করসি হয়তো স্বপ্ন দেখসি। পরে সকালে ঘুম ভাংগার পর দেখি না সত্যি মেসেজ আসছে মোবাইলে। আমার পোস্টপেইড নাম্বার হওয়ার কারনে কাস্টমার কেয়ার ফ্রি। ফোন দিলে কোন পয়সা লাগে না ।
সাথে সাথে দিলাম ফোন যে কাহিনী কি ?? পরে বলল - যে স্যার আমি অত্যন্ত দুঃক্ষিত হয়ত টেকনিকাল সমস্যার কারনে গিয়েছে।
পোস্ট শেষ । আমার সোনার বাংলাদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।