এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ
আমি আমার ডানা গুলোকে
ধার দিয়েছি তেলাপোকার কাছে ।
না, তারা বিশ্বাস ঘাতকতা করেনি
আমিই বরং ক্লান্ত হয়ে পড়েছিলাম
বিবর্ন শরীরটার ভারে ।
তাই ডানা গুলিকে আর কষ্ট দিতে চাইনি ।
প্রজাপতির কাছে খুব কাতর কন্ঠে ধার চেয়েছিলাম কিছু রঙ
কিন্তু তারা আমায় ফিরিয়ে দিয়ে ফেটে পড়েছিল অট্রহাসিতে ।
এজট্যাকের জল্লাদেরা উৎপেতে ছিল আদায় করতে জ়ীবনের কর
আর আমার পায়ের কাছেই পরে ছিল বিবর্ন সব কাঠাল চাপা ,
জীবন কর দিতে রাজি হয়নি কিন্তু হয়েছিলো ক্লান্ত ।
ঠিক সেই মুহুর্তে দেবদুত এসে প্রস্তাব করলেন
আরেক জীবনের সুযোগ
তিনি আশ্বস্ত করলেন,জীন ব্যাংক প্রস্তুত আছে
জমিয়ে রাখতে আমার রুপরেখা।
কিন্তু আমি আশা ছাড়িনি
কারন তখনো চোখের সামনে জল ছাপের মত ভেসে ঊঠছিলো
তোমার ঠোটের কোনায় নিতান্ত অবহেলায় পরে থাকাএকচিলতে হাসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।