আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস: বধূয়া (প্রস্তাবনা)

আষাঢ় মাস। থেমে থেমে বৃষ্টি পড়ছে। সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। সন্ধ্যা হতে না হতেই আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল। সং্গে বাতাস।

বাতাসের ঝাপটায় টিনের চালে অদ্ভুধ ধরনের শব্দ হচ্ছে। যতবার টিনের চালে শব্দ হ্য় ততবারই সালমা ভয়ে কেঁপে কেঁপে উঠে। একলা ঘরে তার ভিষণ ভয় হচ্ছে। সালমার শশুড় মোজাম্মেল সাহেব চেম্বার থেকে এখনো ফিরেনি। শফিকের খোঁজ নেই এক সপ্তাহ ধরে।

সালমা পালন্কের উপর পা তুলে বসে আছে। মনে মনে দোয়া পড়ছে। তার দাদি তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। 'লা ইলাহা ইন্না আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনায যুয়ালামিন' এই দোয়ার নাম হল দোয়া ইউনুস। ইউনুস নবিকে যখন মাছ গিলে ফেলেছিল তখন তিনি এই দোয়া পড়ে উদ্ধার পেয়েছেন।

এই দোয়া পড়লে সকল বিপদ আপদ কেটে যায়। কিন্তু সালমা এখন দোয়াটা মনে করতে পারছেনা। এক দোয়ার সাথে অন্য দোয়া মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলছে। সালমার দাদি এটা ছাড়াও আরো অনেক দোয়া সালমাকে শিখিয়েছে। তার মধ্যে একটা হল ' ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাযিউন' এই দোয়া পড়লে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়।

গত সাতদিন ধরে সালমা ক্রমাগত এই দোয়াটা পড়ে যাচ্ছে। গত সাতদিন ধরে তার স্বামী শফিকের কোন খোঁজ নেই। গানের দলের সাথে উজান দেশে চলে গেছে কিনা কে জানে। শফিকের স্বভাব হচ্ছে কয়দিন পর পর বাড়ি থেকে পালিয়ে গানের দলের সাথে মিশে যাওয়া। গানের দলের একটা মেয়ের সাথে নাকি তার খুব ভাব চলছে।

লোকমুখে শুনা যাচ্ছে শফিক নাকি গানের দলের মেয়েটাকে বিয়ে করবে। সালমারও মনে হয় শফিক এই কাজটা করবে। অবশ্যই করবে। না হলে ঘরে নতুন বউ ফেলে কেন সে গানের দলের সাথে ঘুরে বেড়াবে? সালমার কান্না পাচ্ছে। তার ইচ্ছা করছে চিৎকার করে কিছুক্ষন কাঁদে।

সালমা মনে মনে তার মাকে ডাকছে। 'মা। মাগো। কেন তুমি আমারে ছাইড়া চইলা গেলা?' হঠাৎ কাছেই কোথাও বজ্রপাত হল। সালমা ভয়ে চিৎকার করে উঠল।

'মা। মাগো। একলা ঘরে আমার খুব ডর লাগে গো মা। আমার খুব ডর লাগে' একা একটা ঘরে সালমা নামের এক বালিকা ব্যাকুল হয়ে কাঁদছে। যার বিয়ে হয়েছে অল্প কিছুদিন হল।

যার হাত থেকে মেহেদির রং এখনো মুছে যায়নি। যার মুখ থেকে শৈশবের সরলতা, চন্চলতা এখনো মুছেনি। যে এখনো বুঝতে শিখেনি স্বামি কাকে বলে। সংসার কাকে বলে। এখন না বুঝলেও হয়ত খুব শীঘ্রই সালমা বুঝতে পারবে সংসার নামের জটিল অংকটি।

তখন এই বালিকাটিই তার ভেতরের সকল জড়তাকে, সকল ভয় ভীতিকে ছুড়ে ফেলে ধরবে সংসারের হাল। আর এভাবেই যুগ যুগ ধরে চলে আসছে আমাদের গ্রাম বাংলার জীবন ধারা। এভাবেই জন্ম হচ্ছে এক একটা নতুন ইতিহাস। সেই বালিকা বধূরাই প্রসব করে যাচ্ছে ইতিহাসের মহান সন্তানদের। আমরা সেই মহান ব্যাক্তিদের কথা স্বর্ণাক্ষরে লিখে রাখি।

আমরা খবর রাখিনা সেই সব বধূয়াদের। যারা আমাদের সভ্যতার শরিরে অলংকার পড়াতে তাদের শৈশবকে উৎসর্গ করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.