সত্য প্রকাশে নির্ভিক ও সবচেয়ে এগিয়ে সামুতে লেখা শুরু করলাম আজ দু' দিন। তবে এই ব্লগের জন্য একটা প্রস্তাব দিতে চাই। সামু এক বিশেষ নিয়ম পালন করে। নতুন লেখককে ৭দিন গভীর পর্যাবেক্ষণে রাখে। এরপর নাকি তার লেখা ১ম পাতায় দেয়া হয়।
তবে এ বিষয়ে আমার একটা প্রস্তাবনা আছে। সামু মডারেটর এই কাজ করেন বিশেষ নিরাপত্তার জন্য। কেউ যেন ব্লগের স্বাভাবিক পরিবেশ নষ্ট না করতে পারে তাই নাকি এই ব্যবস্থা। যে ব্লগের স্বাভাবিক পরিবেশ নষ্ট করবে সে ৭ দিন অতি ভদ্র সেজে তারপরও আকাজ করতে পারে। সেক্ষেত্রে অবশ্য এই দুঃস্কৃতি কারীকে ব্লগ থেকে বের করে দেয়া হয়।
তাহলে আর ৭ দিনের এই বিড়ম্বনার দরকারকি? অমানুষদেরতো ব্লগ থেকে তাদের উদ্দেশ্য প্রণদিত কাজের জন্য বের করে দিতেই হবে। শুধু শুধু আমরা ঝামেলা পোহাই। অবশ্য এতে ব্লগের ভার কছুটা বারে তা সত্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।