কামরুল হাসান
রিয়েল লাইফ জোক্স,
অনেক কেনাকাটা করতে হবে। উচ্চ শিক্ষার জন্য এই প্রথম দেশের বাহিরে যাব। কম করে হলেও দুই বছর থাকতে হবে। শত ব্যাস্ততার মাঝেও, অফিসের কাজ শেষ করে গেলাম বসুন্ধারা সিটিতে জ্যাকেট কিনতে। সারি সারি গরম কাপড়ের দোকান, এখানে ওখানে ঢু মারতে মারতে অবশেষে বড়সরো একটি দোকান ঢুকেছি। জ্যাকেট গুলো দেখছিলাম, এই জ্যাকেটের হাতা ভাল লাগে না তো ওই জ্যাকেটের পকেট ভাল না আবার কোনটার ফিটিং হয় না। কিছুক্ষন পরে দোকান্দারের মেজাজ গরম হয়ে গেল, হঠাৎ বিরক্ত হয়ে বললেন:
"ভাই একখান কথা কই কিছু মনে কইরেন না, ভাবির মতন বউ সবাই চায় কিন্তু চাইলেই কি পাওয়া যায় ?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।