আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বাংলা নাটক ,সিরিয়াল , অন্যান্য অনুষ্ঠান ও পশ্চিমবঙ্গের দর্শক |



বাংলাদেশের বাংলা নাটক ,সিরিয়াল , অন্যান্য অনুষ্ঠান ও পশ্চিমবঙ্গের দর্শক বেশ কয়েক বছর আগে চাকরীর জন্যে আমাকে পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা ও আলিপুরদুয়ারে থাকতে হয়েছিলো .. বেশ কয়েক বছরের জন্যে | উত্তরবঙ্গের শিল্প সংস্কৃতেতে , কথায় বাংলাদেশের অনেক প্রভাব আছে , যেমন আছে কোচ ভাষার প্রভাব | তখন কেবল টিভি ছিলো না, লম্বা বাঁশের মাথায় এন্টেনা লাগিয়ে আমরা ভারতের দুরদর্শন কলকাতা ভায়া শিলিগুরি আর বাংলাদেশের টিভি শো দেখতাম | আমি আমার বউ নিয়মিত ভাবে নাটক, ধারাবাহিক দেখতাম | খুব ভালো লাগতো | অনেক ইংরাজি মুভি আমি বাংলাদেশের চ্যানেলেই দেখেছি | আমি অনুপ্রানিত হয়ে বাংলাদেশের সরকারি টিভি দপ্তরে চিঠি পাঠিয়েছিলাম | উত্তরে আমি অনুষ্ঠান সুচি ও বই পেয়েছিলাম, আমার ভালো লেগেছিলো| কিন্তু আজকে কেবল টিভির জমানায় কেন আমি বর্ধমানে বসে বাংলাদেশের অনুস্ঠান দেখতে পাবো না ? কেন ? কেন এই প্রস্ন মাননীয় লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় বহুবার আনন্দবাজারে করেছেন কিন্তু উত্তর কে দেবে ? কেন আমি / আমরা ভালো ভালো বাংলা অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হবো ? আমি সংশ্লিষ্ঠ বাংলাদেশের আধিকারিক ও পশ্চিমবঙ্গের আধিকারিক এই সমস্যা সমাধানের অনুরোধ করছি |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.