আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: চিলের সোনালী ডানার ছায়ে



কবিতা: চিলের সোনালী ডানার ছায়ে এম জসীম সাগরের নোনা দেহ থেকে ভেসে আসে বেদনা জমাট সফেনের ঘ্রাণ ভেসে আসে জ্বালাময়ী কোরাস আর গাঙচিলের দীর্ঘশ্বাসে তোলে তুফান। দ্যাখো, সাগর আর আকাশের অভিষেক নীলে-নীড়ে জন্মায় দিন-রাত মিলন সঙ্গমে সূর্যালোকে নৃত্য করে নুনের জ্যেতি চকচকে তবু সাগরের বুক দুলে ওঠে নদীর বিরহে যেমন দুলি তুমি-আমি । ওগো জীবন এবার সাগর হয়ে যাও নবান্নের সোনালী ধানক্ষেত হয়ে যাও কৃষকের হাতের ছায়ায় রাখো তোমার বেদনা মিলিয়ে যাও এই মাটিতে সুষম দানা। চিলের সোনালী ডানার ছায়ে সামুদ্রিক রোদ তোমায় ডাকছে.... ১২.১২.১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.