জুলিয়ান আসাঞ্জ এর গ্রেফতার এর পর তার বিচার প্রক্রিয়া নিয়ে জটিলতা র সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে উইকিলিকস ঠেকাতে এবার মার্কিন কংগ্রেসে বিল করা হচ্ছে। কারণ উইকিলিকস সবচেয়ে বেশি ক্ষতি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকেই। আর তাই দ্রুত এ পদক্ষেপ নিচ্ছে সে দেশের সরকার। জানা গেছে, উইকিলিকস বিরোধী বিল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে।
আর এ আইনে গোপন নথি ফাঁসের অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হবে বলে জানা যায়। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে উইকিলিকসের বিরুদ্ধে একটি বিল উত্থাপন করা হয়েছে। |http://economictimes.indiatimes.com/latest-news/Anti-WikiLeaks-bill-introduced-in-US-Congress/articleshow/7076099.cms|লিঙ্ক]
বিচার জটিলতা গুলো মুলত Espionaএস্পিওনাজ এক্ট ১৯১৭ লিঙ্ক সংক্রান্ত। আসাঞ্জ এর বিচার এই প্রক্রিয়ায় হলে যে সমস্যা টি দেখা যায় তা হলো,তিনি কি ন্তু শুধুমাত্র সরকারি নথি প্রকাস করেছেন যাntellectual property lintellectual property laws এর মধ্যে পড়ে। কিন্তু এই আইন শুধুমাত্র সেইসব ব্যবসায়িক ও আর্টিস্ট এর ডকুমেন্ট কাভার করে যাদের কপিরাইট হয়;সরকারি দলিল এর
কপি রাইট হয় না।
যদিও আসাঞ্জ babbsbdddfব্যংক অব আমেরিকা র কোনো কোণো নথি ফাস করেন তবুও তা বিচারে টিকবেনা কেননা সেগুল কোন ফিনান সিয়াল লাভের সাথে যুক্ত না ।
অন্য দিকে এস্পিওনেজ এক্ট এর আওতায় জুলিয়ান কে আনা হলে একই আইন দা টাইমস কিংবা দা পোস্ট এর মত পত্রিকা র ক্ষেত্রেও আনা র ব্যপার টিও বিবেচনা করে দেখতে হবে মার্কিনি দের কেননা এরাও একই কাজ করছে ফ্রীডম অব ইনফরমেশন লিঙ্ক এর ধোয়া তুলে বহুদিন যাবত।
যাই হোক কুচক্রি মার্কিন মুল্লুক এবার ভালো ঝামেলাএ পড়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।