বাংলার জনগন
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার শান্তি পুরস্কার পেয়েছেন। মানবাধিকার রক্ষায় অসামান্য সাহস দেখানোর জন্য সিডনি পিস ফাউন্ডেশন নামের একটি সংগঠন তাঁকে এই পুরস্কার প্রদান করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সংগঠনটি অস্ট্রেলিয়ার সিডনি সিটির অর্থায়নে সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ১৪ বছর ধরে কাজ করছে। মানবাধিকার রক্ষায় অসামান্য অবদান রাখায় সিডনি পিস ফাউন্ডেশন অ্যাসাঞ্জের সাহসিকতার প্রশংসা করে লন্ডনে তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেয়।
ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক স্টুয়ার্ট রেস বলেন, ‘আমরা মনে করি, আপনি ও উইকিলিকস সাংবাদিকতা ও তথ্যের স্বাধীনতায় নতুন দিগন্ত নিয়ে এসেছেন।’
উইকিলিকস প্রশ্নে ওয়াশিংটনকে সমর্থন করার জন্য সংগঠনটি অস্ট্রেলিয়া সরকারের তীব্র সমালোচনা করেছে।
এর আগে শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা এ পুরস্কার পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।