আমাদের কথা খুঁজে নিন

   

অপসংস্কৃতির আগ্রাসন চলছে : বিএনপি মহাসচিব

তোমাকে ভাবাবোই

অপসংস্কৃতির আগ্রাসনে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে নিগুড় ষড়যন্ত্রের আশংকা করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, অপসংস্কৃতির আধিপত্যবাদীরা আজ আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য মুছে ফেলতে চাচ্ছে। ঢাকায় গত শুক্রবারে বলিউড তারকা শাহরুখ খানের কনসার্টকে ইংগিত করে তিনি বলেন, গতকাল কি হয়েছে? আমরা কি শিক্ষা পেলাম? শুধু লাফালাফি ও মাতামাতি হলো। ৯২% মুসলিম প্রধান দেশে আমাদের শিক্ষা সংস্কৃতি কোথায় গেলো? এরআগে ইসলামিক ফাউন্ডেশনে ঈমাম প্রশিক্ষণ কর্মশালাতে আমেরিকান ব্যালে ডান্স দেখানো হলো। আর আমরা এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদেরকে উগ্র দাবি করে উদার হতে বলে। অথচ আমাদের অস্তিত্ব বিলীন করতে চাচ্ছে তারা। এভাবে বিদেশি অপসংস্কৃতির অনুপ্রবেশ আমাদের জন্য শুভ হতে পারে না। তিনি বলেন, তাই আবারো মুক্তিযুদ্ধের চেতনায় এক কাতারে দাড়িয়ে মৌলিক, মানবিক, সাংস্কৃতিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় রুখে দাড়াতে হবে। গনতন্ত্র রক্ষার সংগ্রাম করতে হবে। সুস্থ জাতি হিসেবে অধিকার নিয়ে বেচে থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।