আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোত্তম দোয়ার সমাহার

একজন মুক্ত মনের মানুষ ।

সর্ব প্রথমেই সন্মানীত ব্লগারদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই । এই ব্লগের বিষয় বস্তু মুসলমানদের প্রার্থনা সম্পর্কিত । তাই ব্লগের সন্মানীত অমুসলিম এবং নাস্তিক ব্লগাররা ভেতরে ঢুকার প্রয়োজন নেই । অনুসন্ধিৎসু কেউ জানার জন্য ঢু মারলে আপত্তি নেই ।

তবে অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি । ভাল থাকবেন সবাই । بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ আমরা নামাজে কিংবা মুনাজাতে অনেক দোয়া করি কিংবা করার চেস্টা করি । কিন্তু জানার সীমাবদ্ধতার কারনে অনেক কথা বলতে পারিনা । আর আমরা যারা আরবীতে দোয়া করি , কয়জন বা অর্থ বুঝে করি ।

অর্থ না বুঝলে আবেগই বা আসবে কোথায় থেকে । আবেগ না থাকলে কথার অর্থ যতই মধুর হোক না কেন তার উপস্থাপনা ভাল হবে না । কারো কাছ থেকে কিছু চাইতে হলে উপস্থাপনা অবশ্যই সুন্দর হতে হবে । আর এই চিন্তা থেকেই আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস । হে আল্লাহ্‌ , তুমি আমায় এমন ভাবে ক্ষমা কর যেন এরপর আর পাপ না করি ।

হে আল্লাহ্‌ , তুমি আমায় এমন ভাবে হেদায়েত কর যেন এরপর আর ভুল পথে না যাই। হে আল্লাহ্‌ , তুমি আমায় তোমার পছ্ন্দের তালিকায় এমন ভাবে যুক্ত কর যেন এরপর আর অপছন্দের না হই । হে আল্লাহ্‌ , তুমি আমায় এমন শান্তি দান কর যেন এরপর আর কস্টে না পড়ি । হে আল্লাহ্‌ , তুমি আমায় এমন সফলতা দান কর যেন এরপর আর অকৃতকার্যতা না দেখি । হে আল্লাহ্‌ , তুমি আমায় এমন ভাবে সন্মানীত কর যেন এরপর আর অপদস্থ না হই।

সবশেষে বলা উচিৎ - হে আল্লাহ্‌ , তুমি আমায় বিশ্বের সকল মুসলিমের নেক দোয়ায় সামিল করো । আমীন Please don't hesitate to forward this "Dua" to your near and dears may Almighty "Allah Subhanahu tala "reward you best and keep all of us in the Right path and provide us with success in this world as well as in the hereafter. (Aameen). Please...!!! Remember Me In Your Prayers

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.