স্বপ্ন দেখি স্বপ্ন বুনি সাথে নিয়ে সবাইকে
কি করে শুরু করব বুঝতে পারছি না। দিনটা কত তারিখ তা ঠিক মনে নেই। হতে পারে সেই দিনটা ১৫ই এপ্রিল, ২০০৬ যেই দিন আমি প্রথম জাবি ক্যাম্পাসে আমার পদার্পণ শুরু করি। কেউ কি ভাবতে পেরেছিল মাঝখানে চুলের সিঁতি করা সেই ছেলেটি জাবির সিএসই বিভাগে সবার সাথে এক সাথে চলতে পারবে। যাই হোক মূল কথায় আসি, জাবির প্রথম দিন সকালে ক্লাসের শেষে বসে ছিলাম আচমকা পিছন থেকে একজন বলল ভাই একটা কলম হবে, দেখে মনে হলো না যে আমাদের ব্যাচের তারপরও কলমটা দিলাম আর এই থেকে শুরু আমার র্যাগ খাওয়া।
জানেন সেই লোকটি আর কেউ নন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধার বড় ভাই ৩২ ব্যাচের বাবলা ভাই।
এরপর অনুপম দাদা যখন খালি গা করে ডিপার্টমেন্ট থেকে বঙ্গবন্ধু হলে নিয়ে গেল সেই যে শুরু র্যাগের চলল অনেক দিন প্রথমে রাগ করলেও একটা সময় মিস করছি এবং করব র্যাগিং। আর অনুপম দাদা তোমাকে সালাম কারণ এটা না হলে হয়ত বুঝতাম না সিনিয়ররা কতটা ভাল মানুষ।
বঙ্গবন্ধু হলের সোহেল,তমাল,মুশাফিক, লাল লাল চোখের মোজ্জামেল সহ আর যাদের সাথে নিয়ে আমাদের পথ চলা তাদের কোনদিনই ভোলার না।
২১২ নাম্বার রুমের কথা নাইবা লিখলাম।
হিমেল,্দাঁড়িয়াল,নোমান ভাইরা শুধু ভাইনা যেন বটগাছের ছাঁয়া।
একে একে বঙ্গবন্ধু হল শেষ করে গেলাম ভাসানী হলের ৪২৬ নং রুমে । র্যাগ না দিয়েও আহসান,রিপন ভাই সহ মিলন,রিমন ভাইদের সাথে পরিচিত হলাম।
সরি সরি বলতে ভুলেই গিয়েছিলাম ভাসানী হলের ৩৪ তম ব্যাচের কথা। ১১৮ নাম্বার রুম কি ভুলার মত।
জিকো,আনোয়ার,সুমন,শিমুল,আপন ভাইদের র্যাগিং,মুভি দেখা কত স্মৃতিই না মিশে আছে ১১৮ নাম্বার রুমের প্রতিটি কোণায় কোণায় তা কি কোন দিন ভোলার, কোনদিনই না।
ক্রিকেট পাগল রুবেল ভাই তোমার কথা সবার জানা তাই আর কি লিখব বুঝতে পারছি না।
তবে সবচেয়ে মজা হয়েছিল বঙ্গবন্ধু হলের ৩৩৩/৩৩৪ নং রুমে। সঞ্জীব দা,রিশান,রুশো ভাইদের রুমে একমাথে সবাই যে মজা করেছিলাম তা আর কোন দিন পাব কিনা জানিনা।
এবার আসি এমএইচ হলের ৩১৮/এ রুমের কথায়।
জ্বী আপনারা ঠিক ধরেছেন পাভেল ভাই, যাকে আর সবাই কি ভাবে জানিনা আমি কিন্তু এই একটা মানুষের জন্য আজও যেকোন কাজ করতে রাজি।
আর পশু নামে সবাই যাকে চিনে সেই মাহাবুব ভাইকে ৩১৮/বি রুম থেকে ডাকতে না পারার জন্য ভাই সরি, তবে ওই না ডাকাটা আমার জীবনের একটা বড় ভুল। জুয়েল ভাই,নিউটন ভাই,হূমায়ূন ভাই, জাকির ভাই,প্রদীপ দা সহ অন্যান্য ডিপার্টমেন্টের (নবী, আব্বা) আসলেই ভোলা যায় না যাবে না।
আরও আছে আসল লোকদের কথাই তো বলাই হয়নি। রাজিব ভাই , তন্ময় দা, রুবেল ভাই, তানিম ভাই, নাফিস ভাই তোমাদের ভালবাসা, সাহার্য্য কোনদিনই ভোলার না ভুলব না।
বিশেষ একজনের কথা না বললে লিখাটা অপূর্ণ থেকে যাবে। আরিফ ভাই ওরফে আরিফ স্যার যাকে এখনও কাছে পাই। উনি শুধু স্যার না একজন ভাল বন্ধুও।
আর ৩৫তম ব্যাচের বন্ধুদের সবাইকে ধন্যবাদ এমন একজন পাগলাকে বন্ধু করার জন্য এবং সহ্য করার জন্য ।
৩৬..৩৭..৩৮..৩৯...৪০....৪১....৪২ ব্যাচের সবাইকে নিয়েই আমাদের সিএসই ফ্যামিলি।
যাদের নাম বলতে পারি নাই অথবা লিখি নাই তারা ভুল বুঝবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।