আমার মনে হয়,আমাদের দেশের architect রা যখন দেশের বিভিন্ন জায়গায় যান,তখন বাডী/ঘর ,রোড এবং বিভিন্ন স্থাপনা দেখে গা খিতখিতে হয়ে উঠার কথা,কারন তখন মনে হয়যে,এই জিনিসটা এমন না হয়ে- এমন হলে ভালো হত,হয়তোবা মনে মনে বলে যে এইটা কি কিছু হল…!!! আমি student হয়ে এই জিনিসগুলো মনে হতে পারলে,আর দেশের নামি/দামি architect দের এই জিনিসগুলো মনে আশা অসাবাভিক কিছু নয় ।আমদের দেশকে সুন্দরভাবে সাজাতে architect দের এগিয়ে আশা উচিত,যার যেই আবস্থান থেকে ।বাংলাদেশ সরকারের উচিত নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগে দক্ষ স্থপতি এবং প্রকোশলীদের নিয়োগ দেওয়া এবং এই বিভাগ কে আরো শক্তিশালী করা , যেখানে world এর নোংরা এবং অপরিকল্পিত শহর হিসাবে স্থান করে নিয়েছে আমদের এই ঢাকা শহর,সেখানে অন্তত আমরা আমদের এই শহর কে world সবচেয়ে দুষণ মুক্ত এবং পরিকল্পিত শহর হিসাবে গডে তুলতে পারি,হয়তোবা আলাদিনের চেরাকের মত একদিনে এইটা করা সম্ভব নয়,কিন্তু সবার আন্তরিক প্রচেষ্টায় এবং নাগরিক দায়িত্তবোধ থেকে আমরা আমাদের দেশকে এবং শহরকে সুন্দরভাবে গডে তুলবো এই প্রত্যাশা আমার এবং এই প্রত্যাশা সকলের……………
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।