আমাদের কথা খুঁজে নিন

   

....অবাক বাঙালী!!!!....



কাল সকালে কলেজের প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষা । সিট পড়েছে সেই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল । যদিও আমার প্রস্তুতি মোটেও ভালো নয় । কিন্তু কথা সেটা নয় । কথা হলো আজ শাহরুখ খান' এসেছে বাংলাদেশে ।

যারা সরাসরি দেখতে পারছেনা তারা টিভিতে দেখছে । আমরা বেশ কযেক জন বন্ধু কালকের পরীক্ষাটা দিব । আমি কিছুটা অনুসন্ধানি মনে ওদের কয়েক জনকে ফোন করলাম । ঠিক যা ভেবেছি ! সবাই গোগ্রাসে শাহরুখ'কে দেখছে । আমার সাথে কখা বলার সময়ও নেই ।

ভাবটা এমন যেন জীবনের বিশাল কিছু মিস্‌ হয়ে যাবে । আমি বাদ, শাহরুখ' আগে !!!! আমিও দ্রুত লাইন কেটে দিলাম । অন্য সময় হলে ঘন্টা খানেক'ও কথা বলতো ওরা । যাক এটা যার যার অভিরুচি । একই সময়ে আমার বাসার পাশেই খুব কাছে সাবিনা ইয়াসমিন'এর দেশাত্মবোধক সংগীত সন্ধ্যা হচ্ছে ।

খুব আফসোস হচেছ ওই গান গুলো কাছ থেকে শুনতে পারছিনা বলে । তবুও ঈথারে সব গানই স্পষ্ট শুনতে পাচ্ছি । ভালো লাগছে । সবাই শাহরুখ'এ মশগুল আর আমি বসে সাবিনা ইয়াসমিন'এর গান শুনছি আর ভাবছি আমরা বাঙালীরা এখনও বোধয় নিজের দেশকে প্রাণ দিয়ে উপলব্ধি করতে শিখিনি । নইলে বিদেশের এক'জন হিরো'কে এক'নজর দেখার জন্য কত পয়সা খরচ করে টিকিট কাটছে মানুষ ।

এক'জন মানুষ হয়তো খুব বিখ্যাত অভিনেতা কিন্তু তাই বলে এতো মাতামাতি ??? সেও তো আমাদের মতোই একজন মানুষ । আমরা কি পারিনা নিজেদের এভাবে গড়ে তুলতে যাতে এক সময় আমাদের জন্যও বিদেশের মানুষ অপেক্ষায় থাকবে এক নজর দেখার জন্য ??? যেখানে শীতের কাপড় ছাড়া অসহায় মানুষ গুলো কিভাবে কাঁপছে । নরসিংদী'র মারাত্মক এ্যাকসিডেন্ট হওয়া মানুষ গুলো রক্তের অভাবে মৃত্যু পথযাত্রী । সেখানে হাজার হাজার টাকার টিকিট কেটে শো দেখছে বাঙালী, মাত্র কয়েক ঘন্টার জন্য । শো' শেষ, তারপর তো সবই আগের মতো 'জীবন যুদ্ধ' ।

এতো দামের টিকিট কাটা দেখে এখন তো মনে হয়না যে, আমাদের দেশের মানুষ এখোনো 'দারিদ্র সীমা'র নীচে ??? কই আমাদের দেশের কোন বিখ্যাত কিংবা প্রতিভাবান কারো জন্যতো কেউ এভাবে হুমরি খেয়ে পড়েনা তাদের আরো কি করে সহযোগিতা করে দেশের সম্মান বৃদ্ধি করা যায় বিদেশের মাটিতে ??? যেমনটি করলো কিছুদিন আগে উত্তরার "সানবিমস‌" স্কুলের ৭ জন ছাত্রী !!! দক্ষিণ এশিয়ার "সেলেসতা ইন্টারন্যাশনাল কালচারাল কম্পিটিশনে" এই প্রথম বাংলাদেশের পক্ষে ভারতের লখ্‌নো'তে গিয়ে দেশাত্মবোধক কোরাল গান গেয়ে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো । এ খবর ক'জনেই'বা রাখে । উল্লেখ্য, এই ৭ জনের একজন 'পদ্য পারমিতা', কথা সাহিত্যিক 'আনিসুল হক'এব এক'মাত্র কন্যা । খুব কষ্ট হয় যখন দেখি নিজের দেশের সৃষ্টিশীল প্রতিভাবান মানুষকে কাজে না লাগিয়ে বিদেশের 'পর ধনে মত্ত' হয় বাঙালী'রা । সেই সাথে কিছুটা কষ্ট, অনেকটা গর্ব লাগে 'মহাকবি মাইকেল মধুসূদন'এর কথা ভেবে ।

যিনি বিদেশের মোহ ত্যাগ করে নিজ দেশেই ফিরে এসে গাইলেন সেই অমোঘ গান "রেখো মা, দাসেরে মনে, করি মিনতি এ পদে "!!! এখনো সময় আছে নিজেদের যোগ্য করে গড়ে তোলবার । যেভাবে নিজেদের বিখ্যাত করেছেন বিদেশের মাটিতে বাংলাদেশের আর সব বাঙালী'রা । সেই সব বাঙালী'দের জানাই নমস্কার !!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.