আমাদের কথা খুঁজে নিন

   

আমার টিভি থাইকা বৈশাখীরে সাময়িকভাবে বিদায় করছি, সামুর বেলায় কি করি?

বিপুল জনপ্রিয় এই বাংলা ব্লগে নতুন এলাম। সবাইকে শভেচ্ছা!

দেখার সুবিধার জন্য একই ধরনের চ্যানেলগুলো সিরিয়ালি রেখে আমার টিভিতে চ্যানেলগুলো রি-এ্যাডজাষ্ট করে নিয়েছি। সে হিসাবে আমার টিভিতে ১ থেকে ১৩ নম্বর চ্যানেল পর্যন্ত বাংলাদেশের চ্যানেলগুলো। বিজ্ঞাপনের জ্বালায় সাধারনতঃ কোন চ্যানেলেই বেশীক্ষন থিতু হতে পারি না, রিমোট বাটন চেপে কখনও নেক্সট কখনও বা প্রিভিয়াস চ্যানেলে চলে যাই। সে কারনে বৈশাখীও টাচ করতে হয়। কিন্তু কয়েকদিন ধরে বৈশাখী চ্যানেলটি শাহরুখ চ্যানেলে পরিণত হওয়ায় অসহ্য বোধ হচ্ছিল, গত পড়শু চ্যানেল রিএ্যাডজাষ্ট করে বৈশাখীকে কিছুদিনের জন্য আউট করে দিয়েছি। কিন্তু সামুতেও দেখি একই যন্ত্রনা! প্রযুক্তিগত কোন পদ্ধতি কি আছে? যাতে সামু ওপেন করলে শারুক বিষয়ক পোষ্টগুলি আমার দৃষ্টির অগোচরে থেকে যাবে? আমি দিনকয়েকের জন্য আমার দৃষ্টিসীমায় শারুক বিষয়ক পোষ্ট ব্যান করতে চাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.