আমাদের কথা খুঁজে নিন

   

শহিদ ভায়া প্রেম পিরীতি ( সিজন - ০১)

আমি বিলাত থাকি, কামলা খাটি

বাল্যকাল হইতেই শহিদ ভায়া'র বুকের ভিতরে পিরিতের ডুগডুগি বাজিতো তাহা আমরা পূর্বেই অবগত হইয়াছি। লেকিন, "চৌধুরী সাহেব, টাকা দিয়ে প্রেম কিনা যায়না" জাতীয় ডায়লগ মারিয়া প্রেমিকার হাত ধরিয়া পথে বাহির হইয়া যাইবে, এইরকম কুনু ঘটনা ঘটাইতে পারে নাই বলিয়া শহিদ ভায়া'র বিয়াফক আফসুস আছিলো। কেননা তাহার সত্যিকারের কুনু প্রেমিকা আছিলোনা। আমরাও বিয়াফক উৎসাহিত আছিলাম প্রেমিকা জুটিলে শহিদ ভায়া কি করে তাহা দেখিয়া মজা লুটিবার জন্য। একদা শবেবারতের রাত্রিতে হুযুরের ওয়াযে আবেগমন্ডিত হইয়া শহিদ ভায়া অতীব ক্রন্দনে কপোল অশ্রুমন্ডিত করিয়া ফেলিলো।

সকলেই ভাবিলাম সামনেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই শহিদ ভায়া ভয়ে বেশী বেশি দোয়া চাহিতেছে। মুনাজাতের পর মসজিদ হইতে বাহির হইয়া গাজিমামা শুধাইলো: কি রে মামা এতো ক্রন্দন করিলি ক্যা? শহিদ ভায়া জবাবে কহিলো: আমার প্রেমিকা নাই বলিয়া তোরা ঠাট্টা মশকরা করিস, তাই খোদার কাছে চাহিলাম এই বরাতে যেনো আমার ললাটে একখানা প্রেমিকা বাটিয়া দেন। শুনিয়া সকলে হতবুদ্ধি হইলাম। শকুনের দোয়ায় নাকি গরু মরেনা কিন্তু শহিদের দোয়া ফলিয়াছিলো যাহা আমরা সকলেই দেখিলাম। ওই বৎসর রমজান মাসে এক ইফতার মাহফিলে বান্ধবী জান্নাত, তাহার এক খালাত ভগ্নীকে আমাদিগের সহিত পরিচয় করাইয়া দিলো।

পরিচয়ের এক ফাকে ইহাও জানাইয়া গেলো তাহার ভগ্নী প্রেম করিবার উপযুক্তা হইয়াছে এবং ময়দান খালি আছে। খবর শুনিয়া আমরা বিয়াফক খুশী হইয়া কন্যাকে দেখিলাম। কন্যাকে দেখিয়া মনে হইলো সে যথেষ্ট সুশীল, রুচিসম্পন্না। তাহার রুপের বর্ণণা করিতে গেলে যাবতীয় ফল-ফলাদির নাম চলিয়া আসিবে; এই যেমন: আপেলে মতো গাল, পটলের মতো চক্ষু, গাজরের মতো নাক ইত্যাদি ইত্যাদি। কন্যা যথেষ্ট সাবলিলভাবে আমাদের সাথে কথাবার্তা বলিতেছিলো।

ইত্যবসরে নিজেদের মাঝে আলোচনা সারিয়া লইলাম কে তাহার সহিত প্রেম করিবে। গাজী মামা, রোজি মামীর লগে লাইন মারিতেছিলো বলিয়া প্রথমেই ডিস-কোয়ালিফাইড। আমি, নীরার সহিত জানালা দিয়া 'উইন্ডোজ ৯৮' খেলিতেছিলাম বলিয়া কাটা পড়িলাম। লতা ফরমান কুথায় জানি ডুবিয়া ডুবিয়া জল খাইতেছিলো বলিয়া বাতিল হইয়া গেলো। প্রাতে জলি, দ্বি-প্রহরে মিলি আর অপরাহ্নে শেলী'র সহিত ডেটিং করিয়া স্হির হইতে পারিতেছিলোনা বলিয়া চান্দি মানিক প্রত্যাখাত হইলো।

বাকী থাকিলো মামুন হুযুর আর শহিদ ভায়া। মামুন হুযুর বলিলো, সে প্রেমে বিস্বাসী নয়। সে এই প্রেম করিবেনা। তাহার মানে শহিদ ভায়া ওয়াক-ওভার পাইয়া গেলো। এইক্ষণে শহিদ ভায়া কুথায় গায়েব হইয়া গেলো।

ক্ষণকাল পরে হন্তদন্ত হইয়া হাজির হইয়া বলিলো, "আমি একটু শেভ করিতে গিয়াছিলাম। আশাকরি কিছুই মিস করি নাই। " আমরা তক্ষন উদ্যামী হই্য়া ঝাপিয়া পড়িলাম শহিদ ভায়ার প্রেম মিশনে। ক্রমশঃ.....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.