সত্যের পথেয় মুক্তি রয়েছে খুজে দেখ হে পথিক দুই বোকা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে যাওয়ার পথে দুজনের সাক্ষাত হল.... ১মঃকিরে বোকা কোথায় যাচ্ছিস ২য়ঃ বাজারে যাচ্ছি গরু কিনতে কোরবানির জন্য ১মঃ তুই ত বোকা কিছু বুঝিসনা আমার সাথে চল আমি ও গরু কিনব তোকে আমি কিনে দেব । দুইজন বাজারে গেল বাজারে গিয়ে দেখল সব গরু একরকম দেখতে তখন দুইজন চিন্তাই পরে গেল । কোন গরু তারা কিনবে কোনটা ভাল বুঝবে কিভাবে । ২য়ঃচল আমরা গরুর পেট চেক করে কিনি যদি পেট বেশি বড় না হ্য় তাহলে বুঝব গরুটা এমনি সাস্হ্য বান পেটে বাচ্চা নেই । ১মঃ তুই আমার থেকে বেশি বুঝিস না পেটে বাচ্চা না থাকলে কি হবে পেটে অনেক ডিম ও থাকতে পারে আমাদের মুরগীটা যখন ডিম পারে তখন পেট ছোট থাকে বাচ্চা দেওয়ার পর অনেক বড় হয়ে যায়।
এক খাটাস সকালে পায়খানা করে শৌচ না করে তার অভ্যাস হল মুখ ধোয়ে নাস্তা খাওয়া । একদিন সকালে নাস্তা খাচ্ছিল এমন সময় তার ছোট ছেলে পায়খানা করে তার সামনে এসে হাজির, (কেননা সে নাস্তা করার সময় কেউ তার সামনে থাকতনা) তার পায়খানা গন্ধে নাক চেপে ধরে চিৎকার দিয়ে উঠল এই পোলার মা কই গেলা আমি নাস্তা করতেছি দেখনা পোলাটারে এখানে ছেড়ে দিছ পায়খনার গন্ধে আমি নাস্তা করতে পারতেছিনা । মহিলা চেচিয়ে বলল নিজের সাথে পায়খনা নিয়ে ঘুরে নাস্তা করতে পার বাচ্চার পায়খনার গন্ধে নাস্তা করতে পারনা,খাটাস বলল .......................................................। আমি শহিদ হতে চাই দেশের তরে আমি শহিদ হতে চাই ইসলামের তরে আমি শহিদ হতে চাই রাসূলের তরে আমি শহিদ হতে চাই আমার রবের তরে আমি শহিদ হতে চাই মানুষের কল্যাণে মুসলমানের কল্যাণে আমি এমন শহিদ চাইনা যা শুধু মানুষের কল্যাণ আর আমার রবের অকল্যাণ আমার রাসূলের অকল্যাণ । দেশ প্রেম ঈমানের একটি অংশ আমি যদি মুসলমান আল্লাহর প্রতি ঈমান এনে থাকি অবশ্যয় আমার কাছে দেশ প্রেম থাকতে হবে ।
আমাদের দেশে শিক্ষিত লোক অভাব নেই অভাব শুধু ইসলামি শিক্ষার যে কারনে আজকে মুসলমান তাদের সত্য ভুলে গেছে ভুলে গেছে তাদের ইতিহাস ভুলে গেছে রাসূলের বাণী দেশ থেকে ঈমান বড় আমল বড় ঈমান ছাড়া মরলে দেশ কেন সমস্ত বিশ্ব্ব তোমাকে বাচাতে পারবেনা । আল্লাহ আমাদের ক্ষামা করুন আমীন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।