পঞ্চগড়ে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘনায় ৩ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে নবনির্বাচিত এমপি নাজমুল হক প্রধানের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধাঞ্জলী দিতে গিয়েছিলেন।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার বুসনিয়া পাড়া গ্রামের মো: খোরশেদ আলম (৫৫), ছোটপুকুরী গ্রামের মো: সলিমুল (৪৫)ও সালাউদ্দিন (৫০) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২ টা ৪৫ মিনিটের সময় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের ৪ মাইল গুটিপাড়ায় মিজানুর রহমানের পাথর ভাঙ্গা ও বিক্রয় কেন্দ্র জ্যোতি স্টোর থেকে একটি ট্রাক অর্ধেক মহসড়ক দখল করে পাথর আনলোড করে দ্রুত রাস্তা পরিবর্তন করছিল। এ সময় ঐ তিন ব্যাক্তি মোটর সাইকেল যোগে এসে চলন্ত ট্রাক টির সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে।
ঘটনা স্থলে সলিমুল ও সালাউদ্দিন নিহত হয়।
তাত্ক্ষনিক জরুরি কাজে পুলিশ সুপার জগদলে যাওয়ার সময় দুর্ঘটনা দেখে আহত খোরশেদকে তার গাড়ীতে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার কিছুক্ষন চিকিৎসা দেয়ার পর তিনি মুত্যু বরন করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনর্চাজ হুমায়ন কবির বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ২১ ফেব্রুয়ারী সকাল ১১টায় নিজ নিজ এলাকার গোরস্থানে নিহতদের দাফন সম্পন্ন হয়।
এসময় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।