সবসময় সবার সাহায্যে………তাই সহায়ক স্নাতক পর্যায়ে দেশের গণিতের মহোৎসব ‘চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১২’ আগামী ২৬ জানুয়ারি ২০১৩ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গণিত সমিতি’র তত্ত্বাবধানে এবং শাবিপ্রবি গণিত সমিতির সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজনে রয়েছে শাবিপ্রবির গণিত বিভাগ। বাংলাদেশের স্নাতক পর্যায়ের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন বিভাগ থেকে মনোনীত একজন শিক্ষকের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নির্বাচিত স্নাতক পর্যায়ের ৫-১০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক প্রতিযোগীর জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১০০ (একশত) টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০১৩।
প্রতিযোগিতার সিলেবাস:
Basic Algebra, Calculus, Coordinate Geometry, Linear Algebra, Vector Calculus এবং Differential Equations.
পরীক্ষা সম্পর্কিত তথ্যাবলীঃ
পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ইংরেজি মাধ্যমে।
সকল প্রতিযোগীকে পরীক্ষা চলাকালীন সময়ে অবশ্যই নিজ নিজ প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র (Student ID card) সঙ্গে রাখতে হবে।
প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই প্রতিযোগিতার টি-শার্ট পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার সময় মোবাইল ফোন ও ল্যাপটপ সাথে রাখা যাবে না।
রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ
স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ তাদের প্রতিযোগীদের জন্য একজন শিক্ষককে তত্ত্বাবধায়ক (Supervisor) হিসেবে মনোনয়ন দেবে।
কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিভাগের বিভাগীয় প্রধান/চেয়ারম্যান তার বিভাগের নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা (তাদের অধ্যয়নরত বর্ষ/সেমিস্টার, রেজিস্ট্রেশন নং, মোবাইল ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম ও পদবী উল্লেখপূর্বক) ডাকযোগে আয়োজক কমিটি, চতুর্থ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১২, গণিত বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১১৪ এই ঠিকানায় অথবা এই ই-মেইল আইডিতে মেইল করে প্রেরণ করতে পারবে। তবে এই তালিকা অবশ্যই রেজিস্ট্রেশনের শেষ দিন অর্থাৎ ১০ জানুয়ারি ২০১৩ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
কোন বিভাগের কোন প্রতিযোগী ব্যক্তিগতভাবে অনলাইনে http://www.sustmatharena.com এই ওয়েবসাইটের REGISTRATION ট্যাব ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবে।
অনলাইন রেজিস্ট্রেশনের যে কোন সমস্যার জন্য 01723667760, 01672778367, 01963804224 এবং 01680709018 এই মোবাইল ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। এই রেজিস্ট্রেশনের পর তাদেরকে একটি TRACK NO. দেয়া হবে।
অনলাইনে রেজিস্ট্রেশনকারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদের এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এই ঠিকানায় (Subject হিসাবে TRACK NO. উল্লেখপূর্বক) ই-মেইল করে রেজিস্ট্রেশনের শেষ দিন অর্থাৎ ১০ জানুয়ারি ২০১৩ এর মধ্যে অবশ্যই প্রেরণ করতে হবে।
সকল প্রতিযোগীকে অবশ্যই প্রতিযোগিতার দিন সকাল সাড়ে আটটায় শাবিপ্রবির গণিত বিভাগে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন বুথে এসে রিপোর্ট করতে হবে। এসময় অনলাইনে রেজিস্ট্রেশনকারীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও TRACK NO. উল্লেখপূর্বক রেজিস্ট্রেশন ফি বুথে জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র এবং টি-শার্ট সংগ্রহ করবে।
বিভাগের তালিকার মাধ্যমে রেজিস্ট্রেশনকারীদের অবশ্যই প্রতিযোগিতার দিন রিপোর্টিং এর সময় পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি নিয়ে আসতে হবে।
যে কোন সমস্যার জন্য প্রতিযোগীরা বুথে থাকা স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
প্রতিযোগিতা ও রেজিস্ট্রেশনসহ যে কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আয়োজক কমিটির রয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ http://www.sustmatharena.com , https://www.facebook.com/events/402385046513173 অথবা Click This Link এ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।