Shadow in the darkness.. ! !
একটা রাতের অমনিশা..
জন্ম দিল কত বিমুর্ত সকাল..
জীবন থেকে খসে পড়া অন্ধকার ভেবে..
হাত বাড়িয়ে ছুতে চাই সকালের সোনারং..
টলটলে ডিঘীর জলে দেখা প্রতিচ্ছবি..
যখন ধরে রাখে বিশাল নিল আকাশ..
তখন অনন্তের পথে হেটে চলা..
দুষ্ট বালক যদি ঢিল ছুড়ে সেই জলেৃ.
জীবন বয়ে যায় সময়ের সাথে সাথে..
সেই কোথাকার কত জল এসে ..
তোমার দোয়ারে লুটিপুটি খায়..
কত ইতিহাস স্বাক্ষী হয়ে ..
কত দুর দেশ পর্বত পার হয়ে..
আমরা অপেক্ষ করি আমাদের নিয়তির..
দু:স্বপ্নের দুয়ার পার হতে না হতে দেখি..
কুয়াশায় ঘেরা জীবন পথ, বাস্তবের গোলকধাধায়..
এরই মাঝে বাচি, তবু হাসি, গাই, মেতে উঠি উল্লাসে..
কখনও অনেক যতেœ ভালবাসি, অনেক কষ্ট চেপে কাছে আসি..
যন্ত্রণাকাতর রাত আর নিরর্জনতাকে সঙ্গি করে ..
কখনও অন্ধকারে ভয় পাই ..
হাত বাড়াই তুমি আছো ভেবে কান্না চাপি..
দু:খ উড়াই বিবাগী স্বপ্নের পাশাপশি..
তবু তুমি আছো আমি আছি..
বাস্তবতার জড়ানো লতার মাঝে,,জীবনের মরিচিকায়........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।