কবিতা : কোন আওয়াজ চাইনা হবেনা কোন কথা হবি একদম চুপ; একরাজার দেশে মোরা প্রজা গর্দভ! গল্প: এক রাজা মাথায় এক কুক্ষনে মতলব আসলো যারা তার রাজতন্ত্র বিরোধী সবগুলারে হয় গৃহবন্দী অথবা দুনিয়া বিদা করবো; তো যেই আইডিয়া সেই ইনডাইরেক একশান! প্রথমে তালিকা করা হলো ওরা কারা then সীমানা নির্ধারন করে দেওয়া হলো ওদের মুভমেন্টের তখন প্রতিবাদ করা মাত্রই তলোয়ার দিয়া ঘেচাং (তখন তো আর আমাগো দিনের মত বন্দুক আছিলনা তাই) আর যারা পেপিরাস গাছের পাতায় বিদ্যা চর্চা করতো তা যাতে বন্ধ হয় সব গাছ কেটে দিল যাতে গাধারা আর যেন মানুষ হতে পারে লিখাপড়া করে! বাস্তবতা: বিরোধী দলের প্রায় সকল মিডিয়া বন্ধ করার পর এবার অনলাইনে লিখালিখি উপর আজ থেকে জারি হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।