আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবতা



আমি বাস্তবতার দাড়প্রান্তে তুমি আবেগের প্রথমান্তে, তুমি অশান- মরুভূমির ধূঁসর ট্টিলা। আমি হলেম জীবিকার অন্নেশানে তোমার মন ছিল উড়ুন চন্ডি। তুমি ছিলে শ্রাবনের ঘন কালো মেঘের মত, তোমাকে চেনা ছিল বড্ড দায়। বৈশাখের ঝড় হাওয়া তোমার যৌবনে, ভাটার আঙ্গিনায় তুমি আসোনি। যৌবনের তারুন্যে ভেসে চলেছো, এখানে সেখানে ওখানে। তোমার কূল নাই, কিনার নাই, নাই তোমার স্থি'তিশীলতা। যৌবনকে বিকিয়ে দিয়ে তুমি কি পেলে? প্রিতির জ্বালা এতই তোমার যে? ডাকলেই পেতে তাকে, তাকে না ডেকে, টেনেছো তাকে। তোমাকে সাজেলেম সেই সাজে, যেখানে ছিল এক ফষলা ভালবাসা, সে ভালবাসায় পোষলা না তোমার, তাই তুমি চললে দঃকোরিয়া, দেখা করবার সময়টুকু তোমার জুটলো না। কাদিযে গেলে মোরে, রেখে গেলে কত যে স্মৃতির বেড়াজালে, কত মিত্যে কথার জল্পনা আর কল্পনায়, সে গুলো কখনও কাদায়, কখনও বা সে, ভাবায়, তাই বসে বসে শুধু ভাবি, আমি কোন ভাবুক কিনা? আর শুধুই কাদি তোমাকে নিয়ে। তাই আমার জীবন এখন নিরানান্দ!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।