আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইসলাম বিষয়ক জিজ্ঞাসা (পর্ব ১) ।। ইসলাম কি পুরূষদের দাসী দের সাথে যৌন সম্পর্ক রাখার অনুমতি দেয় ?? একটি জিজ্ঞাসামূলক পোস্ট ।।

এক মেরুদন্ডহীন প্রানী... আমার ইসলাম বিষয়ক জিজ্ঞাসা (পর্ব ১) অনেকদিন আগে একজন আলেম এর সাথে বসে কথা বলছিলাম, এমন সময় এক লোক তাঁকে জিজ্ঞাসা করলো – “হুজুর, কেউ যদি অজ্ঞতার কারণে নেক আমল না করে, আল্লাহ তাকে কেমন শাস্তি দিবেন?” হুজুর বললেন – “মানুষের উপর হুকম দুটি – প্রথমত, জানা যে কোনটি হারাম ও কোনটি হালাল (ফরয, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মোবাহ ...), দ্বিতীয়ত, সে ইলম অনুযায়ী আমল করা, তাই যে ব্যক্তি জানল, সে অন্তত একটি হুকম পালন করলো, আর যে ব্যক্তি জানলো ও না, আমল ও করলো না, সে দুটি হুকম এর ই বিরোধীতা করলো, তাই তার শাস্তি হবে Double.” ক্লাস নাইনের ইসলাম শিক্ষা বইতে পরেছিলাম - হালালকে কেউ যদি হারাম মনে করে বা হারাম কে কেউ যদি হালাল মনে করে বা সে কুফরি করে। জানার গুরুত্ব অনেক। জানতে চাই – প্রশ্ন ১) পুরূষদের জন্য ক্রীত অথবা যুদ্ধবন্দী দাসী দের সাথে যৌন সম্পর্ক রাখা ইসলামী শরীয়ত অনুযায়ী হালাল নাকি হারাম ?? প্রশ্ন ২) যদি ১ নং প্রশ্নের উত্তর হালাল হয়ে থাকে তবে - নবী অথবা সাহাবীগণের দাসীদের সাথে যৌন সম্পর্ক রাখার কোন রেফারেন্স কি আছে? প্রশ্নের উত্তর প্রেফারেবলি কুরআন ও হাদিস থেকে দিন, সম্ভব না হলে এমন কোনো কিতাব বা প্রবন্ধ থেকে দিন যা পৃথিবীর অধিকাংশ আলেম কর্তৃক শরীয়তের সহিহ দলিল হিসেবে স্বীকৃত)। অনুগ্রহ করে, না জেনে, রেফারেন্স ছাড়া, শুধু আবেগের বশবর্তী হয়ে, কোন কমেন্ট করবেননা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.