নাটক, সিনেমায় প্রচারিত ধূমপানের দৃশ্য তরুণদের ধূমপানে উদ্বুদ্ধ করে বিধায় নাটক সিনেমায় ধূমপানের দৃশ্য প্রদর্শন বন্ধ করা জরুরি। মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশের চলচিত্রের কিংবদন্তী নায়িকা সারাহ্ বেগম কবরী, তার গুলশানস্থ বাসভবনে আজ বাংলাদেশ তামাক বিরোধী জোট-র একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে এই অভিমত ব্যক্ত করেন। প্রতিনিধি দলে জোট এর অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডাব্লিউবিবি ট্রাস্ট-র ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান, নিরাপদ ডেভলাপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাইদ রানা, নীতিবিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম এবং মানবিকের প্রোগ্রাম অফিসার মাসুদ রানা ও বিশিষ্ট অভিনেত্রী জেসমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।
নাটক সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সারাহ্ বেগম কবরী এমপি বলেন, এ ধরনের দৃশ্য বন্ধে সেন্সর বোর্ডের মাধ্যমে দ্রুত উদ্যোগ গ্রহনের পাশাপাশি তরুণদের ধুমপান হতে বিরত রাখতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া ধূমপায়ী ব্যক্তিদের ধূমপান ত্যাগে সহযোগিতার জন্য ক্যাম্পেইন ও অন্যান্য প্রনোদনামূলক কার্যক্রমও অব্যাহত রাখার আহবান জানান।
জোটের প্রতিনিধিদল তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কার্যক্রমকে জোরদার করতে তার অংশগ্রহনের পাশাপাশি আইনে সকল ধরনের তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ, প্যাকেটের গায়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবানী প্রদান, শতভাগ ধূমপানমুক্ত স্থান নিশ্চিত, তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির বিষয়টি নিশ্চিতে সক্রিয় সহযোগিতা ও সমর্থন প্রদানের অনুরোধ জানান। জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ সারাহ্ বেগম কবরী জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় তামাক বিরোধী আন্দোলন জোরদার করতে তার সক্রিয় সহযোগিতা ও সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ তামাক বিরোধী জোট-র তথ্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।